বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০০:০০

চুরি করতে গিয়ে হাতেনাতে দুই নারী চোর আটক
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর শহরের একটি বিল্ডিংয়ে ঢুকে চুরি করে পালানোর সময় দুই নারী চোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ১৬ অক্টোবর সোমবার দুপুরে চেয়ারম্যান ঘাট এলাকার দক্ষিণ জিটি রোডস্থ জনৈক আবুল কাশেমের হাজী ভিলার ৪র্থ তলার দুই বাসায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন রিতা আক্তার (৩৫) ও মীম আক্তার (২৫)। তাদের বাড়ি শরীয়তপুর জেলায় বললেও ঢাকা কমলাপুর এলাকা থেকে এসেছে বলে পুলিশ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা।

এ সময় তাদের কাছ থেকে চুরি করার সরঞ্জাম রেঞ্চু, স্ক্রু ড্রাইভার, অজ্ঞান করার মলম জাতীয় পদার্থসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তারা পেশাদার নারী চোর চক্রের সদস্য বলে ধারণা স্থানীয়দের।

জানা যায়, দক্ষিণ জিটি রোডের হাজী ভিলার চতুর্থ তলার ভাড়াটিয়া রিনা আক্তার (৪২) ও দুলাল খান (৪৫)-এর বাসার তালা ভেঙ্গে টাকা ও স্বর্ণলঙ্কার নিয়ে পালানোর সময় সিসিটিভিতে এ দৃশ্য দেখে বাড়ির লোকজন এদের ধরে ফেলে এবং উত্তম মধ্যম দেয়।

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয় এবং ওই দুই নারী চোরকে জনতার রোষানল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম বলেন, আটক দু’জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে এবং তাদের সাথে জড়িত চোর চক্রের বিরুদ্ধে তদন্ত করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়