বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০০:০০

চাঁদপুর পৌর এলাকার ৩৪টি পূজামণ্ডপে চাঁদপুর পৌরসভার অনুদান
গোলাম মোস্তফা ॥

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুর পৌর এলাকার ৩৪টি পূজামণ্ডপে চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল অনুদান প্রদান করেছেন। গতকাল রোববার বিকেলে পৌরসভায় মেয়রের কার্যালয়ের হল রুমে পৌর পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের হাতে ৩ লাখ ৪০ হাজার টাকার চেক তুলে দেন মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল।

অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, দপ্তর সম্পাদক রাজু দেসহ আরো অনেকে।

পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সরকার জয় জানান, চাঁদপুর পৌর এলাকার ৩৪টি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৪০ হাজার টার চেক প্রদান করেন পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। এই অনুদান প্রদান করায় অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলের প্রতি পৌর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এদিকে পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, প্রাপ্ত অনুদান ৩৪টি মণ্ডপের কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়