প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০০:০০
হাজীগঞ্জের পাইকারী মাছ বাজার থেকে ৪৩ কেজি পিরানহা জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ১৪ অক্টোবর শনিবার ভোরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করতে গিয়ে পিরানহার সন্ধান মিলে। পরে পিরানহাগুলো মাটিচাপা দেয়া হয়।
উপজেলা মৎস্য অফিসার রাফিয়া আফরিন জানান, হাজীগঞ্জের মৎস্য আড়তগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করি। এ সময় ধেররা মৎস্য বাজার হতে প্রথমে ২৫ কেজি ও পরবর্তীতে আরও ১৮ কেজিসহ ৪৩ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ করা হয়।
তিনি আরো জানান, পিরানহা যেখানে বাস করে, সেখানে অন্য মাছ থাকতে পারে না। তারা সকল মাছ খেয়ে ফেলে। এজন্যে পিরানহা মাছ চাষ ও বিক্রি নিষিদ্ধ। অপর এক প্রশ্নে এই কর্মকর্তা জানান, পরে পিরানহাগুলোকে মাটি চাপা দেয়া হয়েছে।