প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০০:০০
সোনার বাংলা গড়ার প্রত্যয়, সুখী-সমৃদ্ধ সোনার বাংলার রূপকল্প এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার অভিলক্ষ্যে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মত চাঁদপুর জেলা ও উপজেলা প্রশাসনে প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে শুদ্ধাচার কর্মণ্ডপরিকল্পনা। শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদান করতে নিয়মিত প্রদান করা হচ্ছে পুরস্কার। সেই ধারাবাহিকতায় ২০২২-২৩ অর্থবছরে চাঁদপুর জেলা ও উপজেলা প্রশাসনের ৬ জন বিভিন্ন গ্রেডের কর্মচারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধন) নীতিমালা ২০২১ অনুসারে চাঁদপুরে পুরস্কার প্রাপ্তদের ভিতরে রয়েছেন : মোছাম্মৎ রাশেদা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব); চাই থোয়াইহলা চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার; মোছলেম উদ্দিন মজুমদার, উপ-প্রশাসনিক কর্মকর্তা; তানিয়া আক্তার, সার্ভেয়ার; নিমাই চন্দ্র দাস, ফটোকপি মেশিন অপারেটর এবং চন্দন দেবনাথ, অফিস সহায়ক।
বিজয়ীদের হাতে সম্মাননা সনদপত্র, ক্রেস্ট এবং এক মাসের মূল বেতনের সমান আর্থিক পুরস্কার তুলে দেন চাঁদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের মান্যবর সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মো. মোস্তফা কামাল।