বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০০:০০

সম্পত্তিগত বিরোধের জেরে হামলা বৃদ্ধের মৃত্যুর অভিযোগ
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে সম্পত্তিগত বিরোধে প্রতিপক্ষের হামলায় দুদু গাজী (৭৩) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে এমন অভিযোগ উঠেছে। ১৪ অক্টোবর শনিবার সকালে ওই ইউনিয়নের ছোট সুন্দর গ্রামের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দুদু গাজী চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোট সুন্দর গ্রামের গাজী বাড়ির মৃত সিরাজুল হকের ছেলে।

নিহতের ছোট ছেলে জাকির গাজী জানায়, একদল সন্ত্রাসী আমাদের নিজেদের সম্পত্তিতে অন্যায়ভাবে ঘর নির্মাণ করে বৈদ্যুতিক সংযোগ দিতে আসলে আমার পিতা বাধা দেন। এ সময় সন্ত্রাসীদের নেতৃত্ব দেয়া রওশন আলী, ওয়ারিশ হেলাল, রাসেল, ইকবাল, শাহজাহান, শরীফসহ ক’জন আমার পিতাকে বেদমভাবে মারধর করে। পরে প্রতিবেশীরা ছুটে এসে বাবাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত দুদু গাজীর স্ত্রী হোসনে আরা বলেন, সন্ত্রাসীরা আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে। প্রশাসনের কাছে আমার স্বামী হত্যার বিচার চাই।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সহকারী সার্জন ডাঃ মোঃ মনসুর আহমেদ কায়সার জানান, হাসপাতালে বৃদ্ধকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে।

এদিকে খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ মুহসীন আলম, ওসি (ইন্টেলিজেন্স) মোঃ শামছুল আলম চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ছুটে আসেন। পরে লাশ ময়নাতদন্তেরর জন্য মর্গে নেয়া হয়। এর আগে মডেল থানা এসআই লোকমান হোসেন প্রাথমিকভাবে লাশের সুরাহতাল করেন।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, লাশটি সুহতাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবার থেকে অভিযোগের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়