প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০০:০০
‘দফা এক দাবি এক- শেখ হাসিনার পদত্যাগ’ স্লোগানে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন অন্যায়ভাবে বন্দি, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্যে বিদেশে প্রেরণের দাবিতে অনশন করেছে জেলা বিএনপি। শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনশন অনুষ্ঠিত হয়।
অনশনে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, নির্বাচন যেনো না হয় সে ব্যবস্থা আমরাও করতে পারবো। আর সকল কিছু করতে হলে এই মুহূর্তে আমাদের ঐক্য ছাড়া কোনো পথ নেই। জনগণকে বাঁচাতে হলে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
তিনি বলেন, সরকারের সুর আস্তে আস্তে পাল্টাচ্ছে। আমাদেরকে প্রতিটি এলাকায় সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কে এমপি হবে, কে মন্ত্রী হবে, কে সভাপতি হবে এগুলো দেখার সময় নেই। প্রতিটি এলাকায় আন্দোলন গড়ে তুলতে হবে। তাই আমাদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ঢাকা থেকে যে কর্মসূচি আসছে সকলকে রাজপথে থেকে সে কর্মসূচি পালন করতে হবে।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, অ্যাডঃ শামছুল ইসলাম মন্টু, যুগ্ম সম্পাদক সেলিমুস সালাম ও শহর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম, জেলা বিএনপির উপদেষ্টা ও বিএনপি নেতা মোশারফ হোসেন, এম.এ. হান্নান, জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান সফিকুজ্জামান, শরীফ মোঃ ইউনুস, আঃ শুক্কুর পাটওয়ারী, ফজলুল হক হান্নান সরকার, হুমায়ুন কবির, মোল্লা মাহমুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসেন, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডঃ নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম নজু, পৌর যুবদলের সভাপতি শাহজাহান কবির খোকা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোলেমান ঢালী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডঃ শিরিন সুলতানা মুক্তা, চাঁদপুর জেলা সম্মিলিত পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা ওলামা দলের সভাপতি জসিম উদ্দিন, হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক, মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক দীপু, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকবুল হোসেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আমিন স্বপন, মতলব উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা, শাহরাস্তি উপজেলা বিএনপির নেতা হাবিবুর রহমান, কচুয়া উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডঃ মাসুদ প্রধানীয়া, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি এমদাদ হোসেন শিপন, শাহরাস্তি উপজেলা যুবদল নেতা কাইয়ুম রিপন, মতলব উপজেলা যুবদলের আহ্বায়ক মোফাজ্জল হোসেন, শাহরাস্তি উপজেলা পৌর যুবদল নেতা আবুল কাশেম, হাইমচর উপজেলা চরভৈরবী বিএনপি নেতা জিতু, শাহরাস্তি ইউনিয়ন বিএনপি নেতা মানিকুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা ইউনিয়ন নেতা আব্বাস গাজী, শাহরাস্তি উপজেলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ হোসেন মিয়াজী, মতলব উপজেলা পৌর বিএনপির সভাপতি সোয়েব আহমেদ সরকার, ফরিদগঞ্জ উপজেলা পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, কচুয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম প্রমুখ।
কর্মসূচিতে দুপুরে ১টা ২০ মিনিটে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিমকে পানি খাওয়ানোর মাধ্যমে অনশন ভাঙেন। উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির কার্যকরী কমিটির সদস্যসহ জেলা, উপজেলার বিএনপি ও অঙ্গ-সংগঠন বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীগণ। শনিবার সকাল ৯টা থেকে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীরা ব্যানার নিয়ে দলীয় নেতা-কর্মীদেরকে সাথে নিয়ে এ কর্মসূচিতে অংশ নেয়।