প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০০:০০
চাঁদপুরে গুজব ও তথ্য যাচাই সম্পর্কিত আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সেখানে অংশ নিয়েছেন শিক্ষার্থী ও সাংবাদিকগণ। বৃহস্পতিবার নতুনবাজারস্থ চাঁদপুর আহমাদিয়া ফাজিল মাদ্রাসায় দিনব্যাপী এই কর্মশালা হয়। এর উদ্বোধন করেন ওই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মাসুম বিল্লাহ মজুমদার।
জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান ভয়েচে ভেলে একাডেমির সহযোগিতায় এবং আর্টিকেল-১৯-এর উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মশালায় তথ্য প্রযুক্তির সহায়তায় গুজব চিহ্নিতকরণের বিভিন্ন উপায় এবং এ বিষয়ে সতর্কতার কথা তুলে ধরেন প্রশিক্ষকরা ।
এতে মাদ্রাসার আলিম শ্রেণীর ১০ জন শিক্ষার্থী, ৩ জন মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় সাংবাদিকরা অংশ নেন। এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাক্টওয়াচের শুভাশীষ দীপ, আরাফাত হোসেন এবং সিএলপিএর তৌফিক আহমেদ। যাদের প্রশিক্ষণ পেয়ে আনন্দ প্রকাশ করেন কর্মশালায় অংশগ্রহণকারীগণ।
এ বিষয়ে কর্মশালার প্রশিক্ষক আর্টিকেল-১৯ এর মেহনাজ পারভিন বলেন, একটি প্রজেক্টের আওতায় প্রজেক্ট পেইজে পরিচালিত কোর্স সম্পর্কে অবহিত করতে এই কর্মশালাটি করা হলো। যা কিনা বিশেষভাবে মাদ্রাসা শিক্ষার্থী, সাংবাদিক ও মার্জিনালাইজড গ্রুপের জন্য তৈরি করা। আমাদের এই কর্মশালায় অংশ নিয়ে যদি প্রশিক্ষণার্থীরা গুজব সম্পর্কে সচেতন হয়ে সমাজে আরও দায়িত্বশীল ভূমিকা নিতে পারে তাহলেই আমরা সফল হবো।