প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০০:০০
ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী বিপ্লবী জনতার পক্ষে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে চাঁদপুর জেলা ইমাম পরিষদ। ১৩ অক্টোবর শুক্রবার বাদ জুমা শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর ফিলিস্তিনির মুসলমানদের হেফাজতের জন্যে বিশ্ব বিধাতার কাছে এক মোনাজাতের মাধ্যমে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
এদিন বিক্ষোভ সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে জুমার নামাজের পরপরই চাঁদপুর শহরের পুরাণবাজার এবং নতুন বাজারের বিভিন্ন মসজিদ থেকে শত শত মুসলমান খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে সমবেত হয়। বিক্ষোভ মিছিলে দল মত নির্বিশেষে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
মিছিল-পূর্ব সংহতি সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা ইমাম পরিষদের সভাপতি মুফতী মাহবুবুর রহমান। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইমাম পরিষদের সহ-সভাপতি মুফতী আব্দুর রউফ, মুফতী শাহাদাত হোসেন কাসেমী, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা রাশেদ, মাওলানা আশরাফ আলী, মাওলানা মুখতার, মুফতী শফিকুল ইসলাম, মাওলানা আনওয়ারুল করীম, সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস ফরিদী, যুগ্ম সম্পাদক মাওলানা ইবরাহীম খলিল মাদানী, সহ-সম্পাদক মুফতী ওমর ফারুক, মাওলানা আশেক এলাহি, মাওলানা মোশাররফ হুসাইন, প্রশিক্ষণ সম্পাদক মুফতী ত্বহা খান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতী তাফাজ্জল হুসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুনিরুল ইসলাম ও মাওলানা তারেক।
সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরাইল দায়ী। অবিলম্বে এ আগ্রাসন বন্ধ করতে হবে। অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।
বক্তারা আরও বলেন, দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের এ কর্মসূচি আমরা ফিলিস্তিনি মুসলিমদের প্রতিরোধের পক্ষে সংহতি প্রকাশ করছি। সেই সাথে আমরা মসজিদুল আকসার পবিত্রতা রক্ষার দাবিতে একত্রিত হয়েছি আজ। যাদের হৃদয়ে ছিটেফোটা ঈমান রয়েছে তারা কখনো ফিলিস্তিনি মুসলমানদের দুর্দিনে ঘরে বসে থাকতে পারে না। আমরা ইসরাইলের এহেন কুকর্মসহ অনৈতিকভাবে যুদ্ধ করার প্রতিবাদ জানাই।