রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০০:০০

প্রায় দেড়যুগ পর আজ চাঁদপুর জেলা জাতীয় যুব সংহতির সম্মেলন
গোলাম মোস্তফা ॥

জাতীয় যুব সংহতি চাঁদপুর জেলা শাখার সম্মেলন আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ দেড় যুগ পর অনুষ্ঠিতব্য এ সম্মেলনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মাঝে দেখা দিয়েছে উৎসবের আমেজ। সম্মেলনকে কেন্দ্র করে জেলার শীর্ষ পদ পেতে আগ্রহী প্রার্থীরা তৃণমূল থেকে সকল পর্যায়ের নেতা-কর্মীদের খোঁজ-খবরের পাশাপাশি তাদের স্ব স্ব পক্ষে সমর্থন আদায়ের জোর চেষ্টা-তদবির চালিয়ে আসছেন।

জানা যায়, আজ ১৪ অক্টোবর এ সম্মেলন চাঁদপুর শহরের আব্দুল করিম পাটওয়ারী সড়কস্থ গণি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। আজ সকাল ১০টায় উক্ত সম্মেলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এরশাদ পরিবারের বড় সন্তান সাবেক এমপি জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লেঃ জেঃ (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের কৃতী সন্তান, চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহীন। সভাপতিত্ব করবেন জাতীয় যুব সংহতি চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা নিঝুম পাটোয়ারী।

এদিকে চাঁদপুর জেলা জাতীয় যুব সংহতির সম্মেলনকে কেন্দ্র করে শহরে সংগঠনের পক্ষ থেকে নানাবিধ পোস্টার ব্যানার ও তোরণ শোভা পাচ্ছে।

উল্লেখ্য, ২০০৫ সালের শেষ দিকে চাঁদপুর জেলা জাতীয় যুব সংহতির সম্মেলন হয়। উক্ত সম্মেলনে প্রকৌশলী শওকত আখন্দ আলমগীর সভাপতি ও সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম খানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটির মেয়াদ পূর্ণ হয়ে গেলে জেলা জাতীয় যুব সংহতির কমিটি নিয়ে নানামুখী নাটকীয় ঘটনা ঘটে। তখন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই সকল আহ্বায়ক কমিটি কখনো ১মাস, কখনো ৩ মাস আবার কখনো ২/৩ বছর পর্যন্ত কাজ করার সুযোগ পায়। এক পর্যায়ে বর্তমান আহ্বায়ক কমিটির মাধ্যমে নূতন নেতৃত্ব পেতে সম্মেলন করতে প্রত্যাশা করেছেন সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা। অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় পাটির ভ্যানগার্ড বলে খ্যাত চাঁদপুর জেলা জাতীয় যুব সংহতির জেলা সম্মেলন। এই সম্মেলনের মাধ্যমে সৃষ্টি হবে যুব সংগঠনটির আগামীর নেতৃত্ব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়