বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০০:০০

ক্লাবটির পক্ষ থেকে জেলার বিভিন্ন স্থানেই সেবামূলক কাজ করা হচ্ছে
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর ফ্রি চিকিৎসা সেবা ও এতিমদের মাঝে উপহার বিতরণ করা হয়েছে। ১৩ অক্টোবর শুক্রবার লায়ন্সের সেবা সপ্তাহ উপলক্ষে চাঁদপুর সদরের উত্তর তরপুরচণ্ডী কাঠেরপুল এলাকায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় ক্লাবটির পক্ষ থেকে।

সেবা সপ্তাহ উপলক্ষে ক্লাবের আয়োজনে ওই এলাকার সহস্রাধিক মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, দাঁতের চিকিৎসা, ডায়াবেটিস ও রক্তের গ্রুপ নির্ণয় করার পাশাপাশি ঔষধও বিতরণ করা হয়।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে সকালে সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন লায়ন্স জেলা ৩১৫ বি-৩-এর গভর্নর ফারহানা নাজ এম জে এফ।

উদ্বোধনকালে প্রধান অতিথি লায়ন জেলা গভর্নর ফারহানা নাজ তার বক্তব্যে বলেন, ক্লাবটির পক্ষ থেকে জেলার বিভিন্ন স্থানেই সেবামূলক কাজ করা হচ্ছে। এ ক্লাবের মাধ্যমে জেলার ও বিভিন্ন উপজেলার ইউনিয়নের অসহায় মানুষজন সেবা পাচ্ছেন। সকল ধরনের সেবামূলক কাজের সাথে জড়িত রয়েছেন ক্লাবের সকল সদস্য।

উদ্বোধন শেষে কাজী লজ্জাতুন্নেছা মেমোরিয়াল হাসপাতালে ফ্রি চিকিৎসা সেবার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ ডিস্ট্রিক্টের অন্য লায়ন্স নেতৃবৃন্দ।

চিকিৎসাসেবা শেষে কাজী আলী হোসেন মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে উপহার বিতরণ এবং তাফাজ্জল কাজী ইসলামিয়া মাদ্রাসা ও কাজী আলী হোসেন মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। বাদ জুম্মা ক্লাবের সাবেক সভাপতি লায়ন কাজী মাহবুবুল হক, কাজী আলী হোসেন ও লজ্জাতুন্নেছার রুহের মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।

লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর সভাপতি লায়ন খোরশেদ আলম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্নরের উপদেষ্টা লায়ন মোহাম্মদ জাফরুল্লাহ খান, কেবিনেট সেক্রেটারী লায়ন ফেরদৌস হাসান বাণী ও জেলা লিউ চেয়ারম্যান লিউ তৌহিদ বিশ্বাস।

লায়ন্স ক্লাব চাঁদপুর রূপালীর সাধারণ সম্পাদক লায়ন ফয়সাল আহমেদ ও প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান লায়ন কাজী রতনের (প্রিন্স গ্রুপ) পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি উপদেষ্টা ও সমন্বয়কারী লায়ন অ্যাডঃ সেলিম আকবর, ক্লাবের সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা লায়ন জাকির হোসেন, ক্লাবের সাবেক সভাপতি লায়ন জিকরুল আহসান, লায়ন সাকি কাওছার, লায়ন মফিজুল ইসলাম খান সেলিম, আইপিপি লায়ন কিশোর সিংহ রায়, টেজারার লায়ন সাখাওয়াত হোসেন খান, জয়েন্ট সেক্রেটারী লায়ন মিজানুর রহমান ভূঁইয়া, ক্লাবের সদস্য লায়ন আরমান চৌধুরী রবিন, লায়ন আলমগীর আলম জুয়েল, লায়ন শেখ রফিকসহ লিও ক্লাব চাঁদপুর রূপালীর সদস্য, লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর কমিটির নেতৃবৃন্দসহ মাদ্রাসার শিক্ষক ও অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়