বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০০:০০

পূর্ণয়ের ‘বৃক্ষ বিলাস’ ॥ প্লাস্টিকের বিনিময়ে দেয়া হবে গাছ
আলআমিন হোসাইন ॥

প্রতি বছর নানা চমকপ্রদ আয়োজন নিয়ে হাজির হয় সামাজিক সংগঠন ‘পূর্ণয়’। তারই ধারাবাহিকতায় এ বছর সংগঠনটি পরিত্যক্ত প্লাস্টিক বর্জের বিনিময়ে উপহার দিবে পরিবেশবান্ধব গাছ। ১৩ অক্টোবর বেলা ১১টায় চাঁদপুর ক্লাবে আয়োজিত এ কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

‘পূর্ণয়’ সূত্রে জানা যায়, এদিন ফুল গাছ (হাসনাহেনা, টগর, বেলি, জবা, রেইনলিলি, রজনীগন্ধা, কলাবতী, রুয়েলিয়া, সন্ধ্যামালতী), ফলদ গাছ (আম, কাঁঠাল, পেয়ারা, জাম, করমচা, জলপাই ও আমলকি), ঔষধি গাছ (নিম, তুলসী, হরতকি ও বহরা) এবং কাঠগাছ (কড়ৈ, শিশু ও আকাশমণি) বিতরণ করা হবে। অনুষ্ঠানের দিন প্রত্যেকের সংগ্রহ করে আনা প্লাস্টিকের পরিমাণের ভিত্তিতে ‘পূর্ণয়’ স্বেচ্ছাসেবকরা গাছের সংখ্যা নির্ধারণ করবে। ফুল ও ফলদ গাছের জন্যে ১ লিটার বোতলের সমপরিমাণ পাঁচটি প্লাস্টিকের দ্রব্য (বোতল বা প্লাস্টিকের তৈরি অন্য যে কোনো জিনিস), ঔষধি ও কাঠ গাছের জন্যে ১ লিটার বোতলের সমপরিমাণ তিনটি প্লাস্টিকের দ্রব্য।

জানা যায়, সংগৃহীত প্লাস্টিকগুলা রিসাইক্লিং কোম্পানিগুলোয় অনুদান হিসেবে পাঠিয়ে দেয়া হবে। যাতে নতুন প্লাস্টিক উৎপাদনের পরিবর্তে পুরাতন প্লাস্টিকের পুনর্ব্যবহার নিশ্চিত হয়।

পূর্ণয়ের সাধারণ সম্পাদক আনাস ইবনে আলমগীর বলেন, বৃক্ষগুলি অভয়ারণ্য। যে তাদের সাথে কথা বলতে জানে, যে তাদের কথা শুনতে পায়, সে আসল সত্যটি জানতে পারে। বিশেষজ্ঞরা প্লাস্টিকের বোতলের পুনর্ব্যবহারে জোর দিতে উৎসাহিত করার কথা বলে আসছেন। সেই ভাবনায় এক ভিন্ন রকম প্রতিফলন ঘটাতে যাচ্ছে পূর্ণয়। আয়োজন করতে যাচ্ছে ‘বৃক্ষ বিলাস-২০২৩’।

তিনি বলেন, প্লাস্টিকের দূষণরোধ এবং আশঙ্কাজনক হারে গাছ কমে যাওয়া দুটি সমস্যাকে সমন্বয় করে সমাধানের ফল হিসেবে নেয়া হয়েছে পূর্ণয়ের এমন উদ্যোগ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’র একটি প্রতিবেদনে দেখা গেছে, সমুদ্রে প্রতি বছর ১০ মিলিয়ন টন প্লাস্টিকের বর্জ্য ফেলা হচ্ছে। আর এই দূষণে সবচেয়ে এগিয়ে দক্ষিণ এশিয়া। তাই তো ‘প্লাস্টিকের বিনিময়ে গাছ’ এই মূলমন্ত্রকে সামনে রেখে পূর্ণয় আয়োজন করতে যাচ্ছে ‘বৃক্ষ বিলাস-২০২৩’। প্লাস্টিকের পুনর্ব্যবহার আর সবুজায়নের প্রতি গুরুত্ব দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সকলের অংশগ্রহণ একান্ত কাম্য।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়