বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০০:০০

গণমানুষের স্বপ্নপূরণে তরুণ নেতৃত্বের প্রয়োজন
ফরিদগঞ্জ ব্যুরো ॥

চাঁদপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও ফরিদগঞ্জ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী ডাঃ হারুন অর রশিদ সাগর বলেছেন, ফরিদগঞ্জের গণমানুষের স্বপ্ন পূরণে তরুণ নেতৃত্বের প্রয়োজন। একজন তরুণ প্রজন্মের নেতাই সকল নাগরিককে ঐক্যবদ্ধ করতে ভূমিকা রাখতে পারেন। তরুণরা যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে পিছিয়ে যায় না, বরং সামনে এগিয়ে যায়। এই উপজেলার মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসে বলেই বারবার নৌকার পক্ষে ভোট দেয়। ইনশাআল্লাহ এবারো ফরিদগঞ্জবাসী নৌকায় রায় দিয়ে তাদের নেতা নির্বাচিত করবে। ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশের চেহারা পাল্টে দিয়েছেন। আজকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দেশে পরিণত করেছেন শেখ হাসিনা। বিশ্ব দরবারে বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

বুধবার (১১ অক্টোবর) বিকেলে ফরিদগঞ্জের গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বাজারে গণসংযোগকালে উপস্থিত সাধারণ মানুষের সাথে কথা বলার সময় এসব কথা বলেন। তার সাথে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কাসেম আজাদ, আনোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আমিন দেওয়ান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেফায়েত উল্লাহ দর্জি, ইউপি সদস্য ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মেম্বার, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানে আলম চৌধুরী, ৫নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি খলিলুর রহমান, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান, সহ-সভাপতি জাকির হোসেন, নূরুল আমিন গাজী, আব্দুল হামিদ, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, খাজুরিয়া বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মাসুদ পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের সদস্য রাসেল হোসেন, ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হোসেন মিজি, যুবলীগের সদস্য মাহবুব পাটওয়ারী, ফয়সাল মিজি, সুমন তপাদার, শরিফ হোসেন, ৬নং গুপ্টি ইউনিয়ন ছাত্রলীগের নেতা সিয়াম হোসেন পাটওয়ারী, সাইমুন ইসলাম, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাকির হোসেন, চাঁদপুর পৌর যুবলীগের সদস্য জাহিদুল হক মিলন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আরিফুর রহমান মজুমদার, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফরিদুজ্জামান বাঁধন পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের নেতা আব্দুর রউফ রুবাইয়েত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়