প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০০:০০
অব্যাহত হুমকি ও হামলা আতঙ্কে এলাকাছাড়া হয়েছেন ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান মাস্টার। গত ৮ অক্টোবর ওই চেয়ারম্যানের সাথে ইউপি সচিবের দ্বন্দ্বের জের ধরে সৃষ্ট ঘটনার পর থেকে গত ৪ দিন ধরে তিনি চাঁদপুরে অবস্থান করছেন।
জানা গেছে, গত ৮ অক্টোবর রোববার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান মাস্টারের সাথে ওই ইউপির সচিব ইমাম হাসানের কথা কাটাকাটির এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে।
চেয়ারম্যান শাহজাহান মাস্টার জানান, রোববার দুপুরে এই ঘটনার পর ইউপি সচিব উপজেলা সদর থেকে তার ক্যাডার বাহিনী নিয়ে আমার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। পরে আমার ভাগ্নে এমরান হোসেন মিশরের উপর তিন দফা হামলা করে। এমনকি তারা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে গিয়েও তাকে তুলে নিয়ে আসার চেষ্টা করে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছি। এখন আমি পুনঃহামলা আতঙ্কে রয়েছি। রোববারের পর থেকে বুধবার (১১ অক্টোবর) পর্যন্ত নিজের এলাকায় যেতে পারছি না। প্রতিনিয়ত তারা বিভিন্নভাবে আবারো হামলা করার হুমকি দিয়ে যাচ্ছে।
তিনি জানান, ইউপি সচিব ইমাম হাসান গত এক দশকের বেশি সময় ধরে এই কর্মস্থল তথা চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদে চাকুরি করায় তার কাছে এলাকার মানুষ জিম্মি হয়ে পড়েছে। সে অনিয়মকে নিয়মে পরিণত করেছে। আমি জনপ্রতিনিধি ছাড়াও একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এলাকাবাসী আমার কাছ থেকে ভালো কিছুর প্রত্যাশা করছে। কিন্তু সচিবের অনিয়মের কারণে মানুষ সেবাবঞ্চিত হচ্ছে। গত ৪ দিন এলাকায় না যেতে পারায় সেবাবঞ্চিত হচ্ছে আমার ইউনিয়নবাসী।
এদিকে চেয়ারম্যান ও সচিবের দ্বন্দ্ব এবং হামলায় ঘটনায় থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ হয়েছে।
থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, চেয়ারম্যানের ভাগ্নে এমরান হোসেন মিশর লিখিত অভিযোগ করেছেন এবং সচিব ইমাম হাসান জিডির জন্যে আবেদন করেছেন। আমরা তদন্তপূর্বক ব্যবস্থাগ্রহণ করবো।