বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০০:০০

নাজিরপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু
স্টাফ রিপোর্টার

চাঁদপুর শহরের নাজিরপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুনায়েদ আহমেদ মজুমদার (১৫) নামে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১০ অক্টোবর বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে ওই পাড়ার সুফিয়া মঞ্জিলের ছাদে খেলাধুলা করতে গিয়ে বিদ্যুতের তারে হাত দিলে এই দুর্ঘটনা ঘটে।

জুনায়েদ ওই বাসার ভাড়াটিয়া বিজিবির ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীর হোসেন মজুমদারের ছেলে। তাদের গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার দলমগর গ্রামে। জুনায়েদ আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র।

প্রতিবেশী মারুফ হোসেন জানান, প্রতিদিনই ওই বাড়ির বেশ ক’জন শিক্ষার্থী ছাদে খেলতে যায়। আজও তারা খেলতে গিয়েছে। কিন্তু জুনায়েদ দুষ্টুমি করে বিদ্যুতের লাইনে হাত দিলে সেখানে গুরুতর আহত হয়। পরে তাকে চাঁদপুর জেনারেল হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা পরে তার মরদেহ বাসায় নিয়ে আসেন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ চাঁদপুরের সহকারী প্রকৌশলী জানান, সংবাদ পেয়ে আমাদের লোকজন গিয়েছে। যাওয়ার পূর্বে ওই স্কুল ছাত্রের স্বজনরা মরদেহ ছাদ থেকে নিচে নামিয়ে নেয়। যে কারণে ঘটনার কোনো দৃশ্য আমরা দেখতে পাই নি।

তিনি আরো বলেন, এই মহল্লার বিদ্যুৎ সরবরাহ লাইন গত ১ সপ্তাহ পূর্বে নতুন করে টানা হয়েছে। যে কারণে লাইনের তারগুলোর কভার এখনো লাগনো হয়নি। তবে মহল্লাবাসীকে আমরা পূর্ব থেকেই সতর্ক করে দিয়েছি।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ মুহসীন আলম জানান, দুর্ঘটনার খবর আমরা পেয়েছি। কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত পরিবার থেকে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়