প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০০:০০
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ, চাঁদপুর সরকারি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক, চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, মতলব উত্তরের কৃতী সন্তান লেঃ কর্নেল প্রফেসর মোস্তাক আহাম্মদ সোমবার ৯ অক্টোবর দিবাগত রাত ১১টায় কুমিল্লাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ অনেক আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যাপক মোঃ শোয়েবের বড় ভাই।
গতকাল ১০ অক্টোবর মঙ্গলবার বাদ জোহর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের নিউ হোস্টেল ঈদগাহ ময়দানে সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার ও জানাজা শেষে তাঁকে নিউ হোস্টেলের নিকটস্থ কবরস্থানে দাফন করা হয়। তিনি সাম্প্রতিক সময়ে হৃদরোগজনিত জটিলতায় ভুগছিলেন এবং সে কারণেই তিনি মৃত্যুবরণ করেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।
উল্লেখ্য, মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার নিজ ছেঙ্গারচর গ্রামের গোলদার বাড়ির স্থায়ী বাসিন্দা ছিলেন তিনি। ৫ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। মৃত্যুর পূর্বে তিনি ঢাকাস্থ কমলাপুর আইডিয়াল কলেজের উপদেষ্টা পদে অধিষ্ঠিত ছিলেন।
চাঁদপুর রোটারী ও রোটার্যাক্ট ক্লাবের শোক
অধ্যক্ষ লেঃ কর্নেল প্রফেসর মোস্তাক আহাম্মদের মৃত্যুতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চাঁদপুর রোটারী ক্লাবের নেতৃবৃন্দ। অনুরূপ শোক জানিয়েছেন চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের নেতৃবৃন্দ।