বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০০:০০

হাজীগঞ্জে বিভাগীয় কমিশনারের পার্ক, অফিসার্স ক্লাব, গ্রন্থাগার উদ্বোধন ও জেলা পরিষদের মার্কেট পরিদর্শন
কামরুজ্জামান টুটুল ॥

চট্টগ্রামের বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম হাজীগঞ্জে কর্মব্যস্ত দিন কাটিয়েছেন। ১০ অক্টোবর মঙ্গলবার দুপুরে তিনি হাজীগঞ্জে এসে পৌঁছলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলামসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও পৌর মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপনসহ কাউন্সিলরবৃন্দ। এদিন তিনি পার্ক, অফিসার্স ক্লাব, গ্রন্থাগার উদ্বোধন ও জেলা পরিষদের মার্কেট পরিদর্শন করেছেন।

উপজেলা অফিসার্স ক্লাবের আধুনিকায়ন, উপজেলা ভূমি অফিস পার্ক ও হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজে কাজী বজলুল হক গ্রন্থাগার (লাইব্রেরী) উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম।

এরপরে বিভাগীয় কমিশনার হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ অর্ধশত কোটি টাকা ব্যয়ে নির্মিত চাঁদপুর জেলা পরিষদ মার্কেট পরিদর্শন করেন। মার্কেট পরিদর্শনে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটাঃ আহসান হাবিব অরুণ।

এর আগে এদিন সকালে বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম উপজেলা সহকারী কমিশনারের কার্যালয় পরিদর্শনে আসলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান মানিক। এরপর তিনি হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজে গ্রন্থাগার উদ্বোধন করেন।

বিভাগীয় কমিশনারের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (সংস্থাপন শাখা) এস. এম. হাসানসহ বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা।

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, প্রকৌশলী মোঃ রেজওয়ানুর রহমান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌঃ মোঃ জাকির হোসাইন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু সাঈদ চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, পৌরসভার কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী, আলাউদ্দিন মুন্সী, কাজী মনির হোসেন, হাজী কবির হোসেন কাজীসহ অন্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলামের পরিকল্পনা ও বাস্তবায়নে উপজেলা অফিসার্স ক্লাবের আধুনিকায়ন, উপজেলা ভূমি অফিস পার্ক ও হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজে কাজী বজলুল হক গ্রন্থাগার (লাইব্রেরী) উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়