বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০০:০০

হাজীগঞ্জ বনফুল সংঘের নতুন কমিটির পরিচিতি ও বরণ
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জের ঐতিহ্যবাহী ও বহু পুরনো সামাজিক সংগঠন বনফুল সংঘের সভাপতি হিসেবে রোটাঃ রুহিদাস বণিক ও সাধারণ সম্পাদক হিসেবে মনির খানকে নির্বাচিত বরা হয়েছে। উক্ত কমিটি গঠন-পরবর্তী নতুন কমিটির পরিচিতি সভা ও বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারস্থ সংগঠনের কার্যালয়ে এ পরিচিতি সভা ও বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

পরিচিতি ও বরণ অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন সভাপতি রোটাঃ রুহিদাস বণিক ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মনির খান। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপরেই নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা দিয়ে বরণ করে নেন সংগঠনের সাবেক সভাপতি ও সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ ড. মোঃ আলমগীর কবির পাটওয়ারী ও সাবেক সাধারণ সম্পাদক গোবিন্দ সাহা।

এ সময় আরো বক্তব্য রাখেন সংগঠনের সম্মানিত সদস্য ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটাঃ আহসান হাবিব অরুন, সহ-সভাপতি কাজী নূরুল আলম, সালাহউদ্দিন ফারুক মামুন, সাধারণ সম্পাদক মনির খান, সহ-সাধারণ সম্পাদক মাঈনুদ্দীন মুক্ত, কাজী তাওহীদুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহআলম, কোষাধ্যক্ষ আবুল খায়ের, দপ্তর সম্পাদক কাজী ইবাদুর রহমান, প্রচার সম্পাদক মাঈনুদ্দিন রাজন, সমাজকল্যাণ সম্পাদক কবির হোসেন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সদস্য ইবনে মিজান রনি, নজরুল ইসলাম, মোঃ জামাল হোসেন, এস এম আখতার হোসেন, রাখাল চন্দ্র বণিক প্রমুখ।

উল্লেখ্য, হাজীগঞ্জ বনফুল সংঘ যে কোন দুঃস্থ অসহায় পরিবারকে সহায়তা প্রদান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার, ঈদ সামগ্রী বিতরণ, বিভিন্ন দিবসে বস্ত্র বিতরণসহ নানান সামাজিক কাজের সাথে সরাসরি জড়িত। এসব কাজ দীর্ঘদিন ধরে সংগঠনটি করে আসছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়