বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০০:০০

চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক কামরুল হাসান সভাপতিত্ব করেন। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোঃ নজরুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা সভা সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী প্রমুখ। এ সময় চাঁদপুর জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, জনপ্রতিনিধি ও কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে আসন্ন শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ রোধ, শিশু-কিশোরদের নৈতিক অবক্ষয় রোধে অভিভাবক সমাবেশ করা, সরকারি কোন পরিষেবা গ্রহণের ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য সন্নিবেশনকালে প্রতিসাম্য বজায় রাখা, পাসপোর্ট অফিস এবং অন্যান্য দফতরে দালালের দৌরাত্ম্য প্রতিরোধে লিফলেট বিতরণের মতো প্রচারণার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, কারাগারে দর্শনার্থী উপস্থিতিকালে জোরদার নজরদারি ব্যবস্থা বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়