প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০০:০০
বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, আজকের এই জনসভায় যে জন¯্রােত তাতে প্রতীয়মান হয় আগামী নির্বাচনে শেখ হাসিনাকে নিরঙ্কুশভাবে ভোট দিয়ে আবারো প্রধানমন্ত্রী বানাতে পারবো ইনশাল্লাহ। আজকে কচুয়ায় নতুন করে আওয়ামী লীগের জোয়ার এসেছে, শেখ হাসিনার জোয়ার এসেছে, বঙ্গবন্ধুর পক্ষে আবার জোয়ার উঠেছে। এ জোয়ার হচ্ছে নতুন প্রজন্মের। নতুন প্রজন্মের নবজাগরণ উঠেছে। কচুয়ায় যারা বয়োবৃদ্ধ মানুষ তাদের মধ্যে শেখ হাসিনার পক্ষে নবোদ্দীপনা প্রতিটি ইউনিয়নে। যারা সরাসরি রাজনীতি করে না তাদের চোখে-মুখে আমি নতুন স্বপ্ন দেখছি। শেখ হাসিনার যে উন্নয়ন, শেখ হাসিনার যে যুগান্তকারী উন্নয়ন ও সফলতা, তাতে এ বাংলাদেশকে তিনি অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। পৃথিবীর নেতৃত্বে তিনি নিয়ে গেছেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা। এদেশের প্রতিটি মানুষ সে কথা জানে। প্রতিটি মানুষ আজ ভালো-মন্দ বুঝে। আজকে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। আমাদের নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্রের মূল কারণ বাংলাদেশের উন্নয়ন। আমি আশা করি, কচুয়ার ভাগ্যে নতুন কিছু ঘটবে। আগামী নির্বাচনে এদেশের মানুষ শেখ হাসিনাকে ভোট দিবে। ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আমাদের নেত্রী আগামীর প্রজন্মের জন্যে ১০০ বছরের পরিকল্পনা করে রেখেছেন। শেখ হাসিনার হাতেই আওয়ামী লীগ নিরাপদ ও রাষ্ট্র নিরাপদ। বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ দেশ হিসেবে বজায় রাখা শেখ হাসিনার অঙ্গীকার।
ড. সেলিম মাহমুদ শনিবার বিকেলে উপজেলার মেঘদাইর ফাজিল মাদ্রাসা মাঠে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে শেখ হাসিনার উন্নয়ন প্রচার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহাদ গাজীর সভাপ্রধানে এবং সাধারণ সম্পাদক ওমর ফারুক ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মাসুদুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিকুর রহমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ একেএম মোতালেব, সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান, উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন, ইউপি চেয়ারম্যান মনির হোসেন, আখতার হোসেন, হাবীব মজুমদার জয়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সভাপতি আব্দুল মবিন, আওয়ামী লীগ নেতা অ্যাডঃ কামাল হোসেন, পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলম প্রমুখ।