প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর মেডিকেল কলেজের প্রভাষক ও ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের সাবেক আরএমও ডাঃ এএইচএম সুজাউদ্দৌলা রুবেলের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ আছর চাঁদপুর ফেমাস স্পেশালাইজড হাসপাতাল এন্ড ট্রমা সেন্টারের আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চাঁদপুর ফেমাস স্পেশালাইজড হাসপাতাল এন্ড ট্রমা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এম ইউনুস উল্যাহর সভাপতিত্বে এবং চীফ কো-অর্ডিনেটর আব্দুল আউয়াল রুবেলের পরিচালনায় মরহুম ডাঃ এএইচএম সুজাউদ্দৌলা রুবেলের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর জেলা বিএমএর সভাপতি ডাঃ সৈয়দ নূরুল হুদা, সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুন্নবী মাসুম, ডাঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া, চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটাঃ অ্যাডঃ শরীফ ফেরদৌস মাহমুদ শাহিন, চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ খবির হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশাসহ আরো অনেক।
বক্তারা বলেন ডাঃ সুজাউদ্দৌলা রুবেল ছিলেন একজন সুদক্ষ চিকিৎসক। তিনি করোনোকালে ফোকালপার্সন হিসেবে চিকিৎসা সেবা দিয়েছেন। তাছাড়া তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে দীর্ঘদিন আবাসিক মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। যখনই কোনো বিষয়ে তার কাছে জানতে চাওয়া হতো তিনি কোনো সময় রাগ করতেন না। ডাঃ সুজাউদ্দৌলা রুবেল যে বাইপাস সার্জারী করা রোগী ছিলেন তা দেখে বোঝার উপায় ছিলো না। সবসময় তিনি হাসি খুশি থাকতেন। আবাসিক মেডিকেল অফিসারের দায়িত্ব ছেড়ে দিয়ে চাঁদপুর মেডিকেল কলেজে লেকচারার হিসেবে তিনি যোগদান করেন। এমন একজন চিকিৎসক এত অল্প বয়সে আমাদের ছেড়ে চলে যাবেন এটা ভাবতে অবাক লাগে।
স্মরণ সভা শেষে ডাঃ সুজাউদ্দৌলা রুবেলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন বাইতুল কাদেরিয়া জামে মসজিদের খতিব মাওঃ আব্দুল কাদের।