বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০০:০০

জমে উঠেছে পশুর হাট
মিজানুর রহমান ॥

চাঁদপুর পৌর এলাকাসহ ইউনিয়ন ও উপজেলা সমূহে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে পশুর হাট। ঈদ যতই ঘনিয়ে আসছে জেলার ও বিভিন্ন উপজেলায় পশুর হাটগুলোতে বেচা-বিক্রির পরিমাণ ততই বাড়ছে।

সরকারি ইজারা না থাকলেও সদর উপজেলার সফরমালী সাপ্তাহিক গরুর বাজারে সোমবার প্রচুর গরু-ছাগল ক্রয়-বিক্রয় হয়েছে। এছাড়া চাঁদপুর শহরের স্বর্ণখোলা, পুরাণবাজার রঘুনাথপুর, ওসমানিয়া মাদ্রাসা, সদর উপজেলার বাগাদী চৌরাস্তা, তরপুরচণ্ডী, আনন্দবাজার, কল্যাণপুরের দাসাদী, বাবুরহাট, মতলবের মুন্সিরহাট, বালিয়ার রানিরহাট বাজারসহ বিভিন্ন পশুর হাট ছিলো জমজমাট ও ক্রেতা-বিক্রেতা মুখর।

মেঘনা নদীর চরাঞ্চলসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে নদী ও সড়ক পথে বিপুল সংখ্যক গরু ও ছাগল এবার কোরবানির পশুর হাটে আনা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নৌপথে ও সড়ক যোগে পাইকাররা এসেছেন পশু বিক্রয় করতে।

সোমবার ২৬ জুন সরেজমিনে ঘুরে দেখা যায়, জেলার সব পশুর হাটে ইতিমধ্যেই ছোট-বড় বিভিন্ন সাইজের গরুর ব্যাপক আমদানি হয়েছে। খামার থেকে পাইকাররা বড় বড় গরু নিয়ে আসছেন। গরুর দাম দেড়-দুই লাখ থেকে ৫/৭ লাখ টাকা হাঁকা হচ্ছে।

পাইকার ও গরুর খামারিদের সাথে কথা বলে জানা যায়, ৮০ হাজার টাকা থেকে শুরু করে তাদের কাছে ৫ লাখ টাকা দামের গরু রয়েছে। তবে গত বছরের তুলনায় চলতি বছর গরুর দাম অনেক বেশি বলে অভিযোগ ক্রেতাদের। আর বিক্রেতারা বলছেন গো-খাদ্যের দাম বাড়ার কারণে বেড়েছে পশুর দাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়