প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০০:০০
![চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির বদলিজনিত বিদায় ও বরণ অনুষ্ঠান](/assets/news_photos/2023/06/27/image-34807.jpg)
২৫ জুন রোববার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির বদলিজনিত বিদায়-বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রেঞ্জ অফিস চট্টগ্রামের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, বিপিএম (বার), পিপিএম (বার) ও নবাগত ডিআইজি নূরে আলম মিনা বিপিএম (বার), পিপিএমকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর জেলা পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)।
অনুষ্ঠানে বিদায়ী অতিথি তাঁর বক্তব্যে সহকর্মীদের সাথে কর্মকালীন সময়ের স্মৃতিচারণ করেন। বিভিন্ন পদমর্যাদার অফিসারদের বক্তব্যে কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন দক্ষ, গুণী ও মানবিক গুণাবলি সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে আলোচিত হন। অপরদিকে নবাগত ডিআইজি নূরে আলম মিনা বিপিএম (বার), পিপিএম রেঞ্জের সকল পুলিশ সদস্যকে আগলে রেখে জনগণকে সেবা প্রদান করবেন আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও চট্টগ্রাম রেঞ্জের সকল পুলিশ সুপারসহ চট্টগ্রাম রেঞ্জের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।