প্রকাশ : ২৬ জুন ২০২৩, ০০:০০
২০২২-২৩ অর্থ বছরে রোপা আমন প্রণোদনা খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৫শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজুমল হাসানের সভাপতিত্বে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে দেয়া হয়েছে। আপনারা লক্ষ্য করবেন ১৯৭২ থেকে ১৯৭৪ সালে বাংলাদেশে সাড়ে ৭ কোটি মানুষ বাস করতো। কিন্তু বর্তমানে বাংলাদেশে প্রায় ১৮ কোটি মানুষ বাস করে। ১৯৭২-৭৪ সালে আমাদের খাদ্যের প্রচুর অভাব ছিলো। জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে এখন বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এই সমৃদ্ধি এসেছে জননেত্রী শেখ হাসিনার সুফল নীতির কারণে। এ কচুয়ায় ৩৬টি কৃষি ব্লক আছে। ৩৬টি কৃষি ব্লকে ৩৭ জন উপ-সহকারী কাজ করেন। তারা আপনারা যারা মাঠ পর্যায়ের কৃষক রয়েছেন তাদের কৃষি পরামর্শ দিয়ে থাকেন। এদেশে যতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে ততদিন খাদ্যের অভাবে একটি মানুষের জীবন যাবে না। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই এ দেশের মানুষ নিরাপদ থাকবে। তাই আসুন সকলে মিলে উন্নয়নের সরকার, কৃষি বান্ধব সরকার ও জনগণের সরকার আওয়ামী লীগ সরকারকে পুনরায় সমর্থন করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোফায়েল হোসেন।
উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ নিজাম উদ্দীনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদার, কৃষাণী লাকি রাণী ও কৃষক সৈয়দ আলী প্রমুখ।