প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০০:০০
চাঁদপুর সদর মডেল থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ শেখ মুহসীন আলম বলেছেন, দেশের অন্যতম ঐতিহ্যবাহী জেলা শহর হচ্ছে চাঁদপুর। এই চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে আমি আজ দায়িত্ব গ্রহণ করেছি। আমার এই দায়িত্ব গ্রহণকালীন সময়টি নানা কারণে কঠিন একটি মুহূর্ত। এই কঠিন সময়ে অনেকটা চ্যালেঞ্জিং অবস্থায় আমি দায়িত্ব নিয়েছি। তাই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে চাঁদপুর সদর উপজেলাবাসীকে একটি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যবোধ বসবাসযোগ্য উপজেলা উপহার দিতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
শেখ মহসীন আলম দৈনিক চাঁদপুর কণ্ঠের সাথে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বলেন, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিংসহ নানা অপরাধ দমন, আসন্ন ঈদুল আজহা শান্তিপূর্ণভাবে উদযাপনসহ সকল কাজে আমি সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
তিনি বলেন, চাঁদপুরে আমার কাজ করার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কেননা আমি ২০১৯ সালে হাইমচর থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছি। চাঁদপুর মডেল থানায় সকলের সহযোগিতা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করতে চাই। চাঁদপুর সদর উপজেলাবাসীকে যে কোনো প্রয়োজনে ০১৩২০১১৫৯৮১ নম্বরে সকল তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
তিনি গত ২২ জুন বৃহস্পতিবার রাত ৯টায় বিদায়ী অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ থেকে দায়িত্বভার বুঝে নেন। এ সময় চাঁদপুর সদর মডেল থানা পুলিশের পক্ষ থেকে নবাগত অফিসার ইনচার্জ শেখ মুহসীন আলমকে বরণ এবং বিদায়ী অফিসার ইনচার্জ আব্দুর রশিদকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসআই শাহরিন।
বিদায়-বরণ অনুষ্ঠানের পূর্বে বিদায়ী অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদসহ অন্য অফিসারগণ ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছায় নবাগত অফিসার ইনচার্জ শেখ মুহসীন আলমকে বরণ করে নেন। এরপর সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক মীর, পরিদর্শক (ইন্টিলিজেন্ট) সামছুল আলম, পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব শর্মা, নতুনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ অলী উল্যাহসহ পুলিশ কর্মকর্তাগণ।
শেখ মোঃ মুহসীন আলম ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার এক সম্ভান্ত্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি ১ পুত্র সন্তানের জনক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স-মাস্টার্স পাস করেন। পুলিশে যোগদানের পর তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অফিসার ইনচার্জ, কামরাঙ্গিরচর থানার অফিসার ইনচার্জ, হাইমচর থানার অফিসার ইনচার্জ ও শাহবাগ থানায় অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, বিদায়ী অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন।