বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০০:০০

শুধু ভবন দিয়ে হবে না শিক্ষার মান বজায় রাখতে হবে
মোঃ মঈনুল ইসলাম কাজল ॥

সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শিক্ষা প্রতিষ্ঠানে ভবন দিয়েছেন তোমাদের জন্যে। তোমরা বিদ্যালয়ে পড়ালেখা করে জ্ঞান অর্জন করে আগামীদিনে সুন্দর ভবিষ্যৎ গড়বে। শুধু ভবন দিয়ে হবে না শিক্ষার মান বজায় রাখতে হবে। গরিব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষকগণ বিনা পয়সায় লেখাপড়া করাবেন। শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের তিনতলা ভিতবিশিষ্ট দ্বিতীয় ও তৃতীয় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারিত ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

২১ জুন বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ হুমায়ন রশিদ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, পৌর যুবলীগের সাবেক আহ্বায়ক শাহ এনামুল হক কমল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, পৌরসভার মেয়র হাজী আব্দুল লতিফ ও সাবেক মেয়র মোশারফ হোসেন পাটোয়ারী। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেডএম আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তোফায়েল আহম্মদ ইরান, নারী ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, ওসি (তদন্ত) খায়রুল আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেন।

এদিন সকালে শাহরাস্তি পৌর এলাকার চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন ও ঊর্ধ্বমুখী সম্প্রসারণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি ও পৌর মেয়র হাজী আব্দুল লতিফ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ বেলাল আহম্মদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়