শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ মে ২০২৩, ০০:০০

এমপিও নীতিমালা নিয়ে মঙ্গলবার বৈঠকে বসবে কমিটি
অনলাইন ডেস্ক

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রণীত তিনটি এমপিও নীতিমালা ও জনবল কাঠামোতে সামঞ্জস্য আনার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রণয়ন করা স্কুল-কলেজের এমপিও নীতিমালা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রণীত মাদ্রাসার এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালায় বিভিন্ন অসামঞ্জস্যতা আছে। এ নীতিমালাগুলোর মধ্যে সামঞ্জস্য আনার বিষয়ে আলোচনা করতে ফের সভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) এ সভা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে অনুষ্ঠিত হবে। সভায় মন্ত্রণালয়, শিক্ষার তিন অধিদপ্তর, এনটিআরসিএ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের অংশ নিতে বলা হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে বৈঠকের বিষয়ে নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে মন্ত্রণালয় বলছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রণয়ন করা বেসরকারি স্কুল-কলেজের এমপিও নীতিমালা ও জনবল কাঠামো এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রণীত মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালাগুলোর মধ্যে সামঞ্জস্য বিধানের লক্ষ্যে ২৩ মে (মঙ্গলবার) সকালে অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) আ ন ম আল ফিরোজের সভাপতিত্বে অতিরিক্ত সচিবের কক্ষে সভা অনুষ্ঠিত হবে।

সভায় অংশ নেওয়ার জন্য, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব বা তার প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কলেজ শাখার অতিরিক্ত সচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, এনটিআরসিএর চেয়ারম্যান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ ও মাধ্যমিক শাখার পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কলেজ ও বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্ম সচিব, বেসরকারি মাধ্যমিক শাখার উপ-সচিব এবং শিক্ষা অধিদপ্তরের কলেজ শাখার উপপরিচালককে বলেছে শিক্ষা মন্ত্রণালয়।

গত বছরের অক্টোবরে তিন এমপিও নীতিমালায় সামঞ্জস্যতা আনার কার্যক্রম শুরু হয়েছে। এর আগে কয়েক দফায় এ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছিল। সূত্র : ঢাকা পোস্ট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়