শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ মে ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের দাবিতে বিক্ষোভ সমাবেশ
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে দিয়ে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবিতে সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান সমর্থিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শনিবার (২০ মে) দুপুরে তৃণমূল আওয়ামী লীগের ব্যানারে এমপি মনোনীত প্রতিনিধিরা, ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ এই মিছিল ও সমাবেশে অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা জিএম হাছান তাবাচ্চুম, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম, ইসমাইল পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান শরীফ খান, আলাউদ্দিন ভূঁইয়া, নজরুল ইসলাম সুমন, পুতুল সরকার এবং উপজেলা যুবলীগের যুগ্মণ্ডআহ্বায়ক হেলাল উদ্দিন ও আল-আমিন পাটওয়ারী।

সমাবেশে বক্তারা বলেন, ২০১২ সালের পর অদ্যাবধি আওয়ামী লীগের কোনো সম্মেলন হয়নি। মেয়াদের ভারে আওয়ামী লীগ নুয়ে পড়েছে। তাই মেয়াদবিহীন কমিটি ভেঙ্গে দ্রুততম সময়ে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের দাবি জানাচ্ছি। তারা বলেন, মুহম্মদ শফিকুর রহমান এমপির নেতৃত্বে ফরিদগঞ্জে ইতোমধ্যেই ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এই উন্নয়নের কথা জনগণের কাছে পৌঁছাতে ব্যর্থ বর্তমান কমিটি। আগামী সংসদ নির্বাচনে ফরিদগঞ্জ আসনে নৌকার বিজয় নিশ্চিতে নতুন কমিটির বিকল্প নেই।

এ ব্যাপারে উপজেলা যুবলীগের যুগ্মণ্ডআহ্বায়ক হেলাল উদ্দিন বলেন, বর্তমান উপজেলা আওয়ামী লীগের কমিটি মেয়াদোত্তীর্ণ। তাই অনতিবিলম্বে কমিটি ভেঙ্গে দিয়ে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবিতে আমাদের এই আন্দোলন। আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। আমাদের দাবির বিষয়ে এমপি মুহম্মদ শফিকুর রহমান অবগত রয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়