প্রকাশ : ২০ মে ২০২৩, ০০:০০
![চাঁদপুর জেলা বিএনপির আজকের সমাবেশ স্থগিত](/assets/news_photos/2023/05/20/image-33201.jpg)
উচ্চ আদালতের নির্দেশনা অধিনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা পুলিশী হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে ও ১০ দফা দাবি বাস্তবায়নে আজ শনিবার সমাবেশ হওয়ার করার কথা ছিল চাঁদপুর জেলা বিএনপির। তবে অনিবার্য কারণবশত আজকের সমাবেশ স্থগিত হয়েছে বলে নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম।
শুক্রবার রাতে এক বিবৃতিতে জানানো হয়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে শনিবার বিকেল ৩টায় হাসান আলী হাই স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। আগামী ২৬ মে বিকেল ৩টায় সমাবেশ অনুষ্ঠিত হবে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখবেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাঈদুল হক সাঈদ।
জনসভায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।