প্রকাশ : ২০ মে ২০২৩, ০০:০০
![চাঁদপুরবাসী মহা আনন্দিত ॥ শিক্ষামন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা](/assets/news_photos/2023/05/20/image-33193.jpg)
চাঁদপুরবাসীর স্বপ্ন আর আকাঙ্ক্ষা আজ পূরণ হতে যাচ্ছে। এ জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। তাই জেলাবাসীর খুশির সীমা নেই। আর এটি বাস্তবায়ন হচ্ছে স্থানীয় সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির হাত ধরে। সে জন্যে চাঁদপুরবাসী শিক্ষামন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছে। আজকের দিনটি চাঁদপুরবাসীর জন্য স্মরণীয় দিন হয়ে থাকবে।
এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা নিয়ে নানামুখী ষড়যন্ত্র হয়েছে। ‘ঘরের শত্রু বিভীষণ’ এমন কিছু লোক ষড়যন্ত্রের কুশীলব হয়ে কাজ করেছে। তাদের মূল লক্ষ্য ছিলো এই বিশ্ববিদ্যালয় যাতে চাঁদপুরে না হয়। হয়েছে প্রশাসনিক ষড়যন্ত্র, হয়েছে প্রাসাদ ষড়যন্ত্র। শিক্ষামন্ত্রীর রাজনৈতিক প্রতিপক্ষের মর্মবেদনা ছিলো, এটি হলে তো দীপু মনির উন্নয়নের পাল্লা ভারী হলো। তাঁকে তো আর ঠেকানো যাচ্ছে না। তাই নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার মিশনে তারা নেমেছিলেন। শেষ পর্যন্ত আর পারলেন না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি আর ডাঃ দীপু মনির স্বপ্ন অবশেষে বাস্তবায়ন হলো।