শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ মে ২০২৩, ০০:০০

সমবায়ীদের দক্ষতা বৃদ্ধি পেলে এর সুফল পাবে সবাই
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান বলেছেন, সমবায়ীদের দক্ষতা বৃদ্ধি পেলে এর সুফল পাবে সবাই। জাতির পিতার হাতে গড়া এই সমবায়কে আগের মতো গতিশীল করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সমবায়ভিত্তিক কর্মের ফলে কঠিন কাজও সহজ হয়ে যায়। কথায় আছে, দশের লাঠি একের বোঝা। আমাদের সরকার প্রধান দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তবে কতিপয় লোক তা চোখে দেখে না, তারা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। আপনারা প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষ, আপনারা এগুলোর দিকে কান দিবেন না। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপর আস্থা, বিশ্বাস রেখে তাঁকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছেন। আর আপনারা এর সুফল পাচ্ছেন। তাই আগামীতেও শেখ হাসিনার সরকার গড়তে আবারো নৌকায় ভোট দিবেন বলে আমার বিশ্বাস। শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই আমরা এতো উন্নয়ন দেখতেছি। বাংলাদেশের সকল বড় বড় উন্নয়ন কর্মকাণ্ড তাঁর হাত ধরেই হচ্ছে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি চাঁদপুরের আয়োজনে ফরিদগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের আওতাভুক্ত প্রাথমিক সমিতি/দলের সদস্যদের ৪ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ।

এর পূর্বে সকালে প্রশিক্ষক ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুন্নাহার, থানার ওসি (তদন্ত) প্রদীপ মণ্ডল, কৃষি বিভাগের সম্প্রসারণ কর্মকর্তা কামরুজ্জামান।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূঁইয়া। উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম পাটওয়ারী, পরিচালক বিল্লাল হোসেন তালুকদার, মামুনুর রহমান পাটওয়ারী, মোতালেব হোসেন পাটওয়ারী, জেসমিন আক্তার, বিল্লাল হোসেন গাজী, ইয়াছিন পাটওয়ারী।

গত ১৫ মে এই প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালক (প্রশিক্ষণ) মোহাম্মদ মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল। সভাপতিত্ব করেন জেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোকাব্বের হোসেন ভূঁইয়া।

পরে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়