প্রকাশ : ১৯ মে ২০২৩, ০০:০০
আগামীকাল ২০ মে শনিবার বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি একদিনের সফরে চাঁদপুর আসছেন। তিনি এদিন সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সার্কিট হাউসে উপস্থিত হবেন। পরে সকাল দশটায় চাঁদপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে যোগদান করবেন। দুপুর ১২টায় পুরান বাজার ডিগ্রি কলেজে স্টিম শিক্ষা ও প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে যোগদান করবেন এবং একই স্থানে রোবটিক্স প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে যোগদান ও উন্নয়ন কর্মসূচি উদ্বুদ্ধকরণ কর্মশালায় অংশগ্রহণ করবেন এবং দুপুর ২টায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শুভ উদ্বোধনের ফলক উন্মোচন ও মধ্যাহ্নভোজন শেষে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।