প্রকাশ : ১৭ মে ২০২৩, ০০:০০
![রেনেসাঁ মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ](/assets/news_photos/2023/05/17/image-33092.jpg)
রেনেসাঁ মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল অফিসার মাহবুবুল হক। এ সময় তিনি বলেন, একজন শিক্ষার্থীকে ভালো শিক্ষার্থীর পাশাপাশি ভালো মানুষ হতে হবে। শিক্ষকদের মনে রাখতে হবে ছাত্র-ছাত্রীরা তাদের মডেল হিসেবে সবার আগে অগ্রাধিকার দেয় তার শিক্ষকদের। তাই শিক্ষকরা নিজেকে ঐভাবে গড়ে নিতে হবে। একজন ভালো শিক্ষকই পারে নৈতিকতা সম্পূর্ণ একাধিক শিক্ষার্থী তৈরি করতে। নৈতিকতা শিখার প্রাথমিক ধাপ হলো হলো এই প্রতিষ্ঠানগুলো। তিনি আরো বলেন, বাচ্চারা খেলাধুলাকে প্রতিযোগিতার মাধ্যমে যেভাবে উপভোগ করে ঠিক তেমনি করে পড়ালেখাকেও প্রতিযোগিতার মতো করে নিতে হবে। সেই চিন্তা শিশুদের মধ্যে ধারণ এবং লালন করার দায়িত্ব অভিভাবক এবং শিক্ষকদের।
১৩ মে শনিবার সকালে একাডেমির মাঠে পুরস্কার প্রদান পূর্ব আলোচনায় সভায় সভাপতিত্ব করেন একাডেমির পরিচালক মোঃ আবুল হোসেন। প্রধান শিক্ষক মোঃ নাসির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, এসএমসির সদস্য ডাঃ ইমাম হোসেন সৌরভ, মোঃ জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী, মোঃ বিল্লাল হোসেন মানিক, ইউপি সদস্য ফারুক হোসেন লিটন, মোঃ মহসিন পাটওয়ারী প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথি, শিক্ষক মহোদয়, কর্মচারীদের মাঝেও শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়। ক্রীড়ায় ৬০ জন, সাংস্কৃতিতে ৪৮ জন, ২০২২ সালের মেধা তালিকায় ২৭ জনসহ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।