শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ মে ২০২৩, ০০:০০

মেঘনায় এক জেলেকে কুপিয়ে রক্তাক্ত জখম
স্টাফ রিপোর্টার ॥

মেঘনা নদীতে মাছ ধরতে গেলে প্রদীপ চন্দ্র (৪৫) নামে এক জেলেকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। ১৫ মে সোমবার ভোর ৬টায় মতলব উত্তর উপজেলার কালিরবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত প্রদীপ চন্দ্র বাগানবাড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কার্তিক চন্দ্র বর্মনের পুত্র। তিনি বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত প্রদীপ চন্দ্র জানান, কালিবাজার এলাকায় তিনি জাল ফেলে মাছ ধরছিলেন। এ সময় স্থানীয় অশ্বরঞ্জন বর্মন এবং তার ছেলে শিবুরঞ্জন ও ফটিক বর্মন দেশীয় অস্ত্র নিয়ে তার নৌকায় হামলা চালায়। তারা জোর করে অসহায় প্রদীপ চন্দ্রের জাল এবং নৌকা ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এ সময় বাধা দিলে দেশীয় অস্ত্র দিয়ে প্রদীপ চন্দ্রের হাত, সিনা এবং মাথায় এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তিনি আরো জানান, এক পর্যায়ে সন্ত্রাসীরা তার নৌকা পানিতে ডুবিয়ে দিয়ে জাল, মাছসহ অন্য জিনিস ছিনিয়ে নিয়ে চলে যায়। খবর পেয়ে পার্শ¦বর্তী জেলে এবং স্বজনরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জানান, আহত জেলে প্রদীপ চন্দ্রের মাথা এবং বাম হাতের সিনায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ক্ষতস্থানে একাধিক সেলাই দেয়া হয়।

আহত জেলের ভাই নিখল চন্দ্র বর্মন জানান, অভিযুক্ত অশ্বরঞ্জন বর্মন এবং তার ছেলেদের অত্যাচারে সাধারণ জেলেরা সেখানে অতিষ্ঠ। তারা যখন তখন যে কোনো জেলের নৌকায় হামলা করে। আজকে আমার ভাইকে নৌকায় একা পেয়ে হামলা করেছে। তিনি প্রশাসনের কাছে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই ঘটনায় আইনের আশ্রয় নিবেন বলে জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়