শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ মে ২০২৩, ০০:০০

হাজীগঞ্জ-শাহরাস্তিতে অন্য সরকারের তুলনায় আমরা ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি
আলমগীর কবির ॥

হাজীগঞ্জ-শাহরাস্তিতে আমাদের সরকার জনগণের দুঃখণ্ডকষ্ট লাগবের জন্যে দুটি উপজেলার ২২টি ইউনিয়নে ব্যাপক উন্নয়নমূলক কাজ করতে সক্ষম হয়েছেন। যা দেশের পূর্বের সরকারের তুলনায় অনেক বেশি। দুটি উপজেলার নদী ও খালের ওপরে অসংখ্য ব্রিজ নির্মাণ, স্কুল, কলেজ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হয়েছে এবং অনেক রাস্তা কাঁচা থেকে পাকাকরণ করা হয়েছে। আগামী ক’দিনের মধ্যে বাকি কাজগুলো শেষ হবে বলে আশা করি। তিনি উপস্থিত জনগণকে উদ্দেশ্য করে বলেন, সাবেক সরকারের আর বর্তমান শেখ হাসিনা সরকারের উন্নয়ন বিবেচনা করে আগামীতে নৌকা মার্কায় ভোট দিবেন এবং আমি আগামীতে নৌকা মার্কা নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ।

গত ১৫ মে হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম মুকুন্দসার সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন, মেনাপুর-নওগাঁও রাস্তার উদ্বোধন ও ২নং দক্ষিণ পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলাম বীর উত্তম এমপি প্রধান অতিথির বক্তব্যে উপরে উল্লেখিত কথাগুলো বলেন।

প্রথমে মুকুন্দসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠান সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমাজসেবক আব্দুল ওয়াহেদ মাস্টারের সভাপতিত্বে ও রাজারগঁও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ নেওয়াজ মুন্সির উপস্থাপনায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, রাজারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ, অভিভাবক সদস্য আবু তাহের প্রধানীয়া ও শিক্ষক রাশেদা বেগম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজেরা বেগম, খালেদা আক্তার ফৌজিয়া ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দুপুর সাড়ে ১২টায় ২নং দক্ষিণ-পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও রাজারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হান্নান পাটওয়ারীর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, যুগ্ম সম্পাদক হাজী মোঃ জসিম উদ্দিন, রাজারগাঁও ইউপি চেয়ারম্যান হাজী মোঃ আব্দুল হাদী মিয়া, রাজারগাঁও ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আনিছুর রহমান ও আওয়ামী লীগ নেতা মোঃ গোলাম রহমান গোলাপ। আরো বক্তব্য রাখেন মোঃ আলী আশ্রাফ স্বর্ণকার ও যুবলীগ নেতা আক্তার মুন্সী। উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আহসান হাবীব অরুণ, ১২নং দ্বাদশ গ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের, জেলা ছাত্রলীগের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান শিশির, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল মালেক, যুবলীগ নেতা মোঃ শরিফ খানসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়