প্রকাশ : ১৬ মে ২০২৩, ০০:০০
১৫ মে সোমবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ এনামুল হক, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মোতাসিম বিল্লাহ, ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মাসুদ হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জীবন কানাই সাহা, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম মোঃ রিয়াজ উদ্দিন, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আফসার আলী শিকদার, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফিরোজ আলম চৌধুরী, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দিন, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফয়েজুর রহমান, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল মান্নান মিয়া, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা ফেরদৌস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ এনামুল হক, প্রাণিবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার সাহা প্রমুখ। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ মুজিবর রহমান, মোঃ আব্দুর রহিম খান এবং ফাতেমা-তুজ-জোহরা। অভিভাবকগণ তাদের বক্তব্যে কলেজ অধ্যক্ষের এই উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, এই সভার মাধ্যমে আমরা আমাদের সন্তানদের বাস্তব অবস্থা জানতে পেরেছি। আমাদের সন্তানরা যেন ভবিষ্যতে ভালো ফলাফল করতে পারে তার জন্যে আমরা সচেতন থাকবো।
সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজ চাঁদপুর জেলা তথা মেঘনাপাড়ের নারী শিক্ষার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। প্রতিষ্ঠান থেকে প্রতি বছর উচ্চ মাধ্যমিক পাস করার পর বুয়েট, মেডিকেল, সরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকে। ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৩১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। আশা করি এই শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আরো ভালো হবে। শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্যে অবশ্যই অভিভাবকদের ভূমিকা পালন করতে হবে। কোভিড-১৯-এর কারণে তাদের সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। ফলে শিক্ষার্থীরা অল্প পরিশ্রমে অধিকতর ভালো ফলাফল করতে পারবে। তিনি শিক্ষার্থীদেরকে স্মার্টফোন ব্যবহারে নিরুৎসাহিত করেন এবং নিয়মিত শ্রেণি কক্ষে উপস্থিত থাকার আহ্বান জানান। যে সকল শিক্ষার্থী নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে তারাই পরবর্তীতে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে। তিনি সভায় উপস্থিত হওয়ার জন্য অভিভাবকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।