শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ মে ২০২৩, ০০:০০

শিক্ষাখাতে শেখ হাসিনা সরকারের উন্নয়ন অতুলনীয়
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলার কালিপুর স্কুল এন্ড কলেজের শিক্ষক ও পরিচালনা কমিটির সাথে শিক্ষার মানোন্নয়নে আয়োজিত এই সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে সোমবার দুপুরে কলেজের অডিটোরিয়ামে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম। তিনি বলেন, শিক্ষাখাতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের উন্নয়ন অতুলনীয়। অবকাঠামো উন্নয়নসহ প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের ব্যবস্থা নিশ্চিত করেছেন সরকার। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের আরো উন্নয়ন করে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্যে স্মার্ট নাগরিক গড়ে তুলতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে স্মার্ট করে গড়ে তোলা হচ্ছে।

কালিপুর স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও ইউএনও আশরাফুল হাসানের সভাপতিত্বে এবং পরিচালনা কমিটির সদস্য মাইন উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ এনামুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক হোসাইন মোঃ শরীফ, শিক্ষক নোয়াব আলী, শিক্ষার্থী রিফাত হোসেন ও নুশরাত জাহান।

প্রধান অতিথি আরো বলেন, মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে সকলকে যে যার অবস্থান থেকে আন্তরিকপূর্ণ ভূমিকা পালন করা জরুরি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন, মেঘনা ধনাগোদা পানি ফেডারেশনের সভাপতি শাহীন চৌধুরী, আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য লায়ন আরিফ উল্যাহ সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, শহীদ উল্লা প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়