শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ মে ২০২৩, ০০:০০

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

প্রতারক চক্রের দৌরাত্ম্য দেশের সব জায়গায়ই কম-বেশি রয়েছে। চাঁদপুরও এর বাইরে নয়। চাঁদপুরে বেশ কিছুদিন প্রতারক চক্রের দৌরাত্ম্য বন্ধ থাকলেও আবার তারা সক্রিয় হয়ে উঠেছে। চক্রটি আটক হওয়ার পর বেশ কিছুদিন তাদের দৌরাত্ম্য বন্ধ ছিল। সম্প্রতি আবার মানুষ প্রতারণার শিকার হচ্ছে। জেলা আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভায় পুলিশ সুপারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা করেন।

সভায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জেলা পুলিশের হাতে প্রতারক চক্রটি আটক হওয়ার পর চাঁদপুরে অনেকদিন তাদের অপরাধ কর্মকাণ্ড বন্ধ ছিল। এখন আবার তাদের দৌরাত্ম্য দেখা যাচ্ছে। প্রতারক চক্র নানা কৌশলে প্রতারণার ফাঁদ পাতে। তারা নতুন নতুন প্রতারণার ফাঁদ পেতে অসচেতন মানুষকে ধোঁকা দিয়ে টাকা, স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়। এ ক্ষেত্রে তারা মহিলাদের টার্গেট করে বেশি। তারা তাদেরকে নানা লোভ দেখিয়ে বা নিজের অসহায়ত্ব নাটক সাজিয়ে পথচারীদের প্রলুব্ধ করে, যা একটু সচেতন হলেই তাদের থেকে রক্ষা পাওয়া যায়। এ ক্ষেত্রে প্রথমত পরামর্শ হলো--পথেঘাটে কোনো অপরিচিত কারো কোনো কথা না শোনা, কোনো ধরনের প্রলোভনে না পড়া। এ ধরনের কোনো প্রতারক সন্দেহ হলে সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ জানানো হয়।

সভায় জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মিলন মাহমুদ সম্প্রতি প্রতারণার বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরে এসব পরামর্শ দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়