শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ মে ২০২৩, ০০:০০

প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় হামলা : বসতঘর ভাংচুর আহত ৩
গোলাম মোস্তফা ॥

চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের দক্ষিণ মৈশাদী গ্রামের গাজী বাড়ির জনৈক প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে তার বসত ঘরের সামনে গিয়ে উত্ত্যক্ত করার অভিযোগে চাঁদপুর থানায় একটি অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ মৈশাদী গাজী বাড়ির জনৈক প্রবাসীর স্ত্রীকে প্রায়ই পার্শ্ববর্তী বেপারী বাড়ির মোফাজ্জল বেপারী (৪৫) (পিতা-লতিফ বেপারী) উত্ত্যক্ত করতো। ঘটনার আগের দিন গভীর রাতে ওই ব্যক্তি মহিলার বসত ঘরের দরজায় গিয়ে দরজা খোলার চেষ্টা করে। এরপর দরজা খুলতে না পেরে চলে যায়।

পরের দিন এ ঘটনার বিষয়ে প্রবাসীর বড় ভাই তোফায়েল গাজী তার কাছে জানতে চাইলে মোফাজ্জল বেপারী, তার ভাই তাফাজ্জল বেপারী ও তুহিন বেপারীর নেতৃত্বে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তোফায়েল গাজীসহ ৩ জনকে আহত করে। শুধু তাই নয়, এ ঘটনার পর তারা গাজী বাড়িতে হামলা চালিয়ে বেশ ক’টি বসতঘর ভাংচুর করে।

এ দিকে ঘটনার পর স্থানীয়দের হস্তক্ষেপে ঘটনা নিয়ন্ত্রণে আসে এবং মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। অপরদিকে হামলায় আহতদের মধ্যে সকলকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। এদের মধ্যে তোফায়েল গাজীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় রেফার করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

জানা যায়, মোফাজ্জল বেপারীর বিরুদ্ধে এর আগেও বেশক’টি নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। আরো জানা যায়, মোফাজ্জল বেপারী এক সময় মৈশাদী বালিকা উচ্চ বিদ্যালয়ে দপ্তরী হিসেবে কর্মরত ছিলো। নারী সংক্রান্ত বিষয়ের জের ধরে তাকে নিয়ে এলাকাবাসী ও স্কুলের ছাত্রীরা আন্দোলন করলে কর্তৃপক্ষ চাকুরিচ্যুত করতে বাধ্য হয়। তাই এলাকাবাসী এ ঘটনায় মোফাজ্জল বেপারীর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়