প্রকাশ : ১৫ মে ২০২৩, ০০:০০
![মায়ের পা ধুয়ে দিলো শিশু শিক্ষার্থীরা](/assets/news_photos/2023/05/15/image-33018.jpg)
বিশ্ব মা দিবস উপলক্ষে ফরিদগঞ্জে দুই শতাধিক শিশু শিক্ষার্থী মায়েদের উত্তরীয় প্রদান ও ফুল দিয়ে বরণের পর পা ধুয়ে দিয়েছে। শিশু সন্তানদের কাছ থেকে এমনভাবে শ্রদ্ধা ও ভালোবাসা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মায়েরা। ১৪ মে রোববার উপজেলা সদরের মাতৃছায়া কিন্ডারগার্টেন নামের শিক্ষাপ্রতিষ্ঠান ভিন্ন আঙ্গিকে এমন আয়োজন করে। এর আগে সকালে মায়েদের হাত ধরে শিক্ষার্থীরা উপস্থিত হয়। বিদ্যালয়ের মাঠে বেঞ্চে সারিবদ্ধভাবে বসেন মায়েরা। এরপর তাদের সন্তানেরা মগে পানি নিয়ে একসঙ্গে মায়েদের পা ধুয়ে শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়। শিশুদের জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন মায়েরা। মা দিবসের এমন ব্যতিক্রমী অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিশুরা আনন্দে মেতে ওঠে। এমন অনুষ্ঠান দেখতে শিক্ষার্থীর বাবারাও উপস্থিত ছিলেন।
উপস্থিত মায়েরা বলেন, বিশ্ব মা দিবসে সন্তানের কাছ থেকে এমনভাবে ভালোবাসা পাবো, তা কখনও ভাবিনি। এটা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। এমন ব্যতিক্রমী উদ্যোগ থেকে সব সন্তান তাদের মায়েদের আরও সম্মান করা শিখবে ও যত্নশীল হবে।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক দেলোয়ার হোসেন বেলাল বলেন, শিশুরা তাদের মায়েদের পা ধুয়ে সম্মান দেখিয়ে শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এমন ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই।
মাতৃছায়া কিন্ডারগার্টেন ফরিদগঞ্জের প্রতিষ্ঠাতা পরিচালক রেজাউল করিম মাসুদ বলেন, মা দিবসে ভালোবাসা পাওয়ার প্রথম ভাগীদার মা-বাবা। যদিও তাদের প্রতি ভালোবাসা প্রদর্শনের কোনো বিশেষ দিনের প্রয়োজন হয় না। বিশেষ এইদিনে শিশুদের মনে বাবা-মায়ের প্রতি আরও ভালোবাসা ও তাদের প্রতি যত্নশীল হওয়ার জন্যই আমরা এই ব্যতিক্রমী আয়োজন করেছি।