শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ মে ২০২৩, ০০:০০

সকল মাধ্যমিক বিদ্যালয় ভবিষ্যতে জাতীয়করণ করা হবে
মেহেদী হাসান ॥

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, গুণগত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকগণ সারথীর ভূমিকা পালন করবে। শিক্ষাই সমাজ উন্নয়নের সিঁড়ি। একটি সমাজকে বিকশিত করতে শিক্ষার কোনো বিকল্প নেই। তাই বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষা খাতকে সর্বাধিক গুরুত্ব প্রদান করছে। শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে কাজ করছেন। আমরা আশা করছি আওয়ামী লীগ সরকার পুনরায় সরকার গঠন করলে পর্যায়ক্রমে সকল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে। তিনি শনিবার (১৩ মে) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পরিষদ মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদ্বোধন উপলক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসানের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দীন সোহাগের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদার ও আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ খান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়