প্রকাশ : ১৫ মে ২০২৩, ০০:০০
মোটরসাইকেল কিনে না দেয়ায় কচুয়া পৌরসভার তাহসান তফাদার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। সে কচুয়া উপজেলার কাদলা গ্রামের তফাদার বাড়ির জামাল হোসেন বাদল তফাদারের ছেলে। রোববার সকালে পৌরসভার ৫নং ওয়ার্ডের ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে কচুয়া থানার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের বাবা জামাল হোসেন তফাদার জানান, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সুখে শান্তিতে তার সংসার চলে আসছিলো। তাহসান চলমান এসএসসি পরীক্ষায় কচুয়া আইডিয়াল স্কুল থেকে বিজ্ঞান বিভাগে অংশগ্রহণ করছে। এলাকার কিছু বিপথগামী ছেলেদের সাথে মিশে আমার ছেলে তাহসান বিপথে চলে যায়। ক’দিন যাবৎ সে বায়না ধরে যে, তাকে মোটরসাইকেল কিনে দিতে হবে, না দিলে সে আত্মহত্যা করবে। শনিবার সন্ধ্যায় আমার এবং স্ত্রীর সাথে চাপ প্রয়োগ করতে থাকে যে, রাতের মধ্যে তাকে মোটরসাইকেল কিনে দিতে হবে। অনেক বোঝানোর পর বলেছি, পরীক্ষা শেষ হলেই মোটরসাইকেল কিনে দিবো। তাতেও সে মানতে নারাজ। পরে আমরা সবাই ঘুমিয়ে পড়লে সকলের অগোচরে তার কক্ষে গিয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। ভোর রাতে তাহসানের কক্ষের ভেতর থেকে শব্দ শুনতে পেয়ে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দেখা যায় তাহসান সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে। দ্রুত ফ্যান থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ কথা বলতে বলতেই তাহসানের বাবা হাউমাউ করে কান্নায় ভেঙ্গে পড়েন।
খবর পেয়ে কচুয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মুহূর্তের মধ্যে তাহসানের মৃত্যুর সংবাদটি ছড়িয়ে পড়লে তার সহপাঠী আত্মীয় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।