শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ মে ২০২৩, ০০:০০

মোখার প্রভাবে বাতাসের সর্বোচ্চ গতি উঠেছিল ১৪৭ কি.মি.
অনলাইন ডেস্ক

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে উপকূলীয় এলাকা সেন্টমার্টিনে বাতাসের গতিবেগ সর্বোচ্চ ১৪৭ কিলোমিটারে (প্রতি ঘণ্টায়) উঠেছিল বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের উপ পরিচালক আসাদুর রহমান।

রোববার (১৪ মে) বিকেলে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর ভবনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

উপ-পরিচালক আসাদুর রহমান বলেন, আমাদের বামে রেখে ঘূর্ণিঝড় ‘মোখা’ যেদিক দিয়ে গেছে ওই এলাকার প্রেশার ফল করেছে। এটার প্রেশার রাইজ না হওয়া পর্যন্ত ঝোড়ো হাওয়া অব্যাহত থাকবে। ঘূর্ণিঝড় মোখার মূল অংশ অতিক্রম করা মানেই তাণ্ডব শেষ হয়ে যাওয়া নয়। অগ্রভাগ সকাল বা শেষ রাতের দিকে অতিক্রম করেছে, তেমনি শেষ ভাগ যেতেও সময় লাগবে। সব মিলিয়ে এটা শেষ হতে মোটামুটি সন্ধ্যা পর্যন্ত সময় লেগে যাবে।

তিনি বলেন, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে গতকাল দুপুর ২টা ৩০ মিনিটে উপকূলীয় এলাকা সেন্টমার্টিনে বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৪৭ কিলোমিটারে উঠেছিল। সেখানকার আবহাওয়া অফিসের কর্মকর্তারা আমাদের জানিয়েছে, তারা দূর থেকে ঘর বাড়ি উড়ে যেতে এবং গাছপালা পড়ে যেতে দেখেছেন। তাদের মতে অনেক ক্ষয়ক্ষতি সেখানে হয়েছে। সেখানে এখনও তাণ্ডব চলছে।

তিনি আরও বলেন, টেকনাফে সকাল ১১টায় ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে গেছে। আর সেন্টমার্টিনে বেলা ১টার সময় ১০০ কিলোমিটার বেগে, ২টায় ১২১ কিলোমিটার বেগে ঝড় বয়ে গেছে। ২টা ২০ মিনিটে ১১৫ কিলোমিটার বেগে এবং ঠিক আড়াইটায় ১৪৭ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। যা অনেকক্ষণ অব্যাহত ছিলো। সূত্র : ঢাকা পোস্ট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়