শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ মে ২০২৩, ০০:০০

দুর্বল হয়ে গেছে মোখা
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

ঘূর্ণিঝড় মোখা দুর্বল হয়ে গেছে। এটি গতকাল সন্ধ্যা ৬টায় উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করে ফেলেছে। এরপর এটি দুর্বল হয়ে সিট্যুয়ে, মায়ানমার স্থল গভীরে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি স্থলভাগের অভ্যন্তরে আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়।

এদিকে মোখা দুর্বল হয়ে যাওয়ায় কক্সবাজার, চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরকে ১০ ও ৮ নম্বর মহাবিপদ সংকেত থেকে নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সূত্র থেকে এই তথ্য জানা গেছে।

মোখা দুর্বল হয়ে যাওয়ায় চাঁদপুরে এর কোনো প্রভাব পড়ে নি। গতকাল দুপুর থেকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হলেও পরে সেটা কেটে যায়। প্রকৃতির এই দয়ায় মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং মহান স্রষ্টার শুকরিয়া আদায় করেছে। তবে মোখার সম্ভাব্য আঘাত মোকাবিলায় চাঁদপুরের প্রশাসন সকল ব্যবস্থা নিয়ে রেখেছিল। শেষ পর্যন্ত প্রকৃতি দয়া করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়