প্রকাশ : ১৪ মে ২০২৩, ০০:০০
![হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ৭২জনের মনোনয়ন গ্রহণ](/assets/news_photos/2023/05/14/image-32969.jpg)
আসছে ৩১ মে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন শনিবার ৩৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৫ জনসহ মোট ৭২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শনিবার (১৩মে) বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ ইকবালুজ্জামান ফারুক।
খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার (১১ মে) জাকের পার্টির হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ হাছান মাহমুদ তুহিনের লিখিত আবেদনের প্রেক্ষিতে নির্বাচনী প্রতীকগুলোর মধ্য থেকে ‘গোলাপ ফুল’ বাতিল করেছে নির্বাচন কমিশন। এর পরিবর্তে ‘জবা ফুল’ প্রতীক সংযুক্ত করা হয়েছে।
এদিকে নির্বাচন কমিশনার অধ্যাপক মোঃ সেলিম ও সচিব মনিরুজ্জামান বাবলুর তথ্য সূত্রে জানা গেছে, ১২টি সম্পাদকীয় পদের বিপরীতে ৪০জন এবং ৮টি ওয়ার্ডে ২০জন কমিশনার পদের বিপরীতে ৩২জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সভাপতি পদে ৩জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন, বর্তমান সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী, সাবেক সভাপতি রোটাঃ আহসান হাবিব অরুণ ও ইকবাল হোসেন মজুমদার।
সহ-সভাপতি পদে ৩জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন : বর্তমান সহ-সভাপতি হাজী মোঃ মিজানুর রহমান, মোঃ আব্দুল কাদের (কেবিএফ) ও হাজী মোঃ ওমর ফারুক সর্দার। সাধারণ সম্পাদক পদে ৫জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন : বর্তমান সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, মোঃ জাকির হোসেন মিন্টু, মোঃ আলী নেওয়াজ রোমান, মোহাম্মদ ওমর ফারুক ও এবায়েদুর রহমান খোকন বলি।
সহ-সাধারণ সম্পাদক পদে ৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন : বর্তমান সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহাব উদ্দিন শাবু, শেখ তোফায়েল আহমেদ ও মোঃ এমরান হোসেন মুন্সী। সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন : হাফেজ মোঃ আবুল কাশেম, আবু হেনা বাবলু, আবু নোমান রিয়াদ (রিয়াজ), মোঃ শহীদুল্লাহ্, শরীফ গাজী ও ফয়সাল আহমেদ।
কোষাধ্যক্ষ পদে ২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন : বর্তমান কোষাধ্যক্ষ সাংবাদিক হাছান মাহমুদ ও মোঃ হারুন অর রশিদ। দপ্তর সম্পাদক পদে ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন : বর্তমান দপ্তর সম্পাদক আবুল কাসেম মুন্সী, মোঃ মোরশেদুল আলম, মোঃ আরিফুল ইসলাম ও প্রদীপ সাহা।
প্রচার সম্পাদক পদে ৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন : বর্তমান প্রচার সম্পাদক মোঃ ইমামুল হাসান কাজী হেলাল, মোঃ হাবিবুর রহমান আখতার ও কাউছার আহমেদ। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৩জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন মোঃ মানিক মজুমদার, মোঃ হাছান পাটওয়ারী ও মোঃ সফিকুর রহমান।
বাণিজ্য সম্পাদক পদে ২জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন মোঃ মোশারফ হোসেন টিটু ও মোঃ আব্দুল মজিদ। শিল্প বিষয়ক সম্পাদক পদে ৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন জিসান আহমেদ ছিদ্দিকী, হাফেজ মোঃ মহসিন ও মোঃ ইউছুফ পাটওয়ারী। মহিলা বিষয়ক সম্পাদক পদে ৩জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন সুবর্ণা আক্তার, তাছলিমা আক্তার মুক্তা ও হাসিনা আক্তার শেলী।
অপরদিকে কমিশনার পদে ১নং ওয়ার্ড থেকে ৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন মোঃ মনির হোসেন সর্দার, মোঃ মহিবুর রহমান খোকন ও মোঃ জাকির হোসেন। ২নং ওয়ার্ড থেকে ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন মোঃ মনির হোসেন সাগর, মোঃ বাহার উদ্দিন হেলাল, শামছুদ্দিন খাঁন ও মোঃ মিজানুর রহমান।
৩নং ওয়ার্ড থেকে ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন মোঃ মহিউদ্দিন মাইনু, আমির হোসেন, মোঃ জসিম খাঁন ও মোঃ ওলি উল্যাহ। ৪নং ওয়ার্ড থেকে ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন মোঃ মেন্দু মিয়া, মোঃ আব্দুর রহিম, বশির আহমেদ বাদল ও মোঃ সাইফুল ইসলাম।
৫নং ওয়ার্ড থেকে ৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন মোঃ খোরশেদ আলম, মোঃ মিজানুর রহমান, হাজী মোঃ মোস্তফা কামাল, মোঃ ইয়াছিন আরাফাত ও হাবিবুর রহমান মোহন। ৬নং ওয়ার্ড থেকে ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন তাপস সাহা, মোঃ হান্নান মুন্সী, মো. নূরে আলম ভুইয়া সেলিম ও মিঠু সাহা।
৭নং ওয়ার্ড থেকে ৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন মোঃ হাছান হাজারী, মোঃ জসিম উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, হানিফ ও আল আমিন এবং ৮নং ওয়ার্ড থেকে ৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন, মোঃ মামুন, মোঃ মাসুদ মজুমদার ও মোঃ শাহআলম।
অপরদিকে গোলাপফুল প্রতীকের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ইকবালুজ্জামান ফারুক বলেন, জাকের পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল। যার নিবন্ধন নম্বর-১৬ এবং প্রতীক হচ্ছে ‘গোলাপ ফুল’। তাই ব্যবসায়ী সমিতির নির্বাচনী প্রতীকগুলোর মধ্যে থেকে ‘গোলাপ ফুল’ প্রতীকের স্থলে ‘জবা ফুল’ সংযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, আগামি ১৫ মে (সোমবার) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ১৬ মে (মঙ্গলবার) মনোয়নপত্র যাচাই-বাছাই ও ১৮ মে (বৃহস্পতিবার) মনোনয়নপত্র প্রত্যাহার, ২০ মে (শনিবার) চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ও প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এবং ৩১ মে (বুধবার) সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ এবং ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।