শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ১৪ মে ২০২৩, ০০:০০

রত্নগর্ভার সম্মাননা পাচ্ছেন ফরিদগঞ্জের রওশন আরা
প্রবীর চক্রবর্তী ॥

ফরিদগঞ্জের মিসেস রওশন আরা রত্নগর্ভা মা ২০২২ হিসেবে সম্মাননা পাচ্ছেন। আজ রোববার (১৪ মে) বিশ্ব মা দিবস উপলক্ষে আজাদ প্রোডাক্টস্ আয়োজিত ‘রত্নগর্ভা মা’ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির হাত থেকে তিনি সম্মাননা গ্রহণ করবেন।

তিনি ফরিদগঞ্জ পৌর এলাকার বড়ালী গ্রামের সাবেক বিডিআর, বর্তমান বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)র সাবেক হিসাবরক্ষক মরহুম মোঃ আবুল হোসেনের স্ত্রী ও জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের সহকারী সার্জন ডাঃ মোঃ জহিরুল ইসলাম [এমবিবিএস, এফসিপিএস-মেডিসিন শেষ পর্ব, এমডি কার্ডিওলজি (কোর্স)]-এর মা রওশন আরা। তিনি তাঁর গর্ভজাত পাঁচ সন্তানের সবাইকে উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তাই রত্নগর্ভা মা-২০২২ অ্যাওয়ার্ডের জন্যে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।

রওশন আরার অন্য সন্তানরা হলেন : রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করা বর্তমানে জার্মানীর আমাজন লজিস্টিকে কর্মরত মোহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গোতে কর্মরত শামছুন্নাহার, জার্মানীর মাক্স প্লাংক ইন্সটিটিউটে সায়েন্টিফিক প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা মোঃ শফিকুল ইসলাম এবং বিভিন্ন নারী উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত বিশিষ্ট উদ্যোক্তা স্নাতকত্তোর ডিগ্রিধারী নূরজাহান বেগম।

মিসেস রওশন আরা ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী গ্রামের শরাফত আলী খাঁ ও বদরুন্নেসা দম্পতির অষ্টম সন্তান হিসেবে ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেন। তৎকালীন সামাজিক প্রেক্ষাপটে অদম্য স্পৃহা থাকা সত্ত্বেও মেধাবী এই মা অষ্টম শ্রেণিতে পড়ালেখা চলাকালীন ফরিদগঞ্জ পৌরসভার বড়ালী গ্রামের মোঃ কলি মিয়া মিয়াজী ও অজুফা খাতুন দম্পতির ছোট ছেলে বিজিবির সাবেক হিসাবরক্ষক মোঃ আবুল হোসেনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিশোরী এই পুত্রবধূ স্বপ্ন দেখতেন নিজের সন্তানদের লেখাপড়া শিখিয়ে দেশ ও জাতির জন্যে অবদান রাখবেন। সেমতে একজনের সীমিত আয় দ্বারা যৌথ সংসারে শ্বশুর-শাশুড়িসহ সব কিছুকে সামলিয়ে একক নৈপুণ্যে পরম মমতায় সন্তানদের বড় করে তুলেছেন। পাঁচ সন্তানদের সবাইকে উচ্চ শিক্ষিত ও প্রতিষ্ঠিত করতে পেরেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়