প্রকাশ : ১৪ মে ২০২৩, ০০:০০
![৫১ বছর ইমামতির পর সম্মানজনক বিদায়](/assets/news_photos/2023/05/14/image-32966.jpg)
হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের পশ্চিম দেশগাঁও জামে মসজিদে ৫১ বছর ইমামের দায়িত্ব পালনের পর বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। ১২ মে ২০২৩ শুক্রবার বাদ জুমা এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, আমার বয়স হয়ে গেছে। আর আমি মানুরী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা থেকেও অবসর নিয়েছি। এখন আর পারছি না। আমার মসজিদ কমিটি আমাকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দিয়েছেন। একই মসজিদে ৫১ বছর খেদমত করেছি। এই এলাকার মানুষ আমার পরিবারের সদস্যদের মতো। দীর্ঘ ৫১ বছর ধরে এখানকার মানুষের ভালোবাসা ও সম্মান পেয়েছি। বিদায়কালে উনারা আমাকে যে সম্মান দিয়েছেন তা আমার সারাজীবন মনে থাকবে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ইমাম বানিয়ে সম্মানিত করেছেন। পরিশেষেও সম্মানিত করেছেন। আমি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
ওই গ্রামের মোঃ শাহাদাত হোসেন জানান, আমার জানামতে দেশগাঁও ইউনিয়নে এই প্রথম সংবর্ধনার মাধ্যমে কোনো ইমামকে বিদায় দেয়ার পাশাপাশি প্রশংসা কুড়িয়েছেন মসজিদ পরিচালনা কমিটি। মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান হুজুর ফরিদগঞ্জ উপজেলার গুয়াটোবা গ্রামের মজুমদার বাড়ির সন্তান। আমি যতটুকু দেখিছি তিনি একজন রাসূল প্রেমিক। তিনি ১৯৭৩ সালে এই সমজিদে ইমাম হিসেবে যোগদান করেন। এরপর দীর্ঘ ৫১ বছর এই মসজিদের ইমামের দায়িত্ব পালন করেছেন। এখন বয়সের কারণে আর পারছেন না। তাই বাধ্য হয়ে তিনি অবসরে গেছেন।