প্রকাশ : ১৪ মে ২০২৩, ০০:০০
![সৎ চিন্তা থেকেই ভালো কিছু অর্জন করা সম্ভব](/assets/news_photos/2023/05/14/image-32965.jpg)
ঠাকুর শ্রীরামচন্দ্র দেবের ভাবাদর্শে অনুপ্রাণিত ভক্তদের গড়া বেদবাণী সংঘের ৭ম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে ব্যাপক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই উপলক্ষ্যে পরম গুরু রামচন্দ্র দেবের ভক্ত ও অনুরাগীদের ব্যাপক উপস্থিতিতে গত ১২ মে শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর পুরাণবাজার রামঠাকুর বাড়ি দোলমন্দিরে সত্য নারায়ণ পূজা, বেদবাণী পাঠ, সংকলন পাঠ, গীতা পাঠ, ঠাকুরের জীবনভিত্তিক আলোচনা, ভক্তিমূলক সংগীত পরিবেশনসহ প্রসাদ বিতরণ করা হয়। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সত্যধাম মন্দিরের সেবাইত বিশ্বনাথ চক্রবর্তী। আরো বক্তব্য রাখেন বিশিষ্ট আলোচক ঠাকুর অন্তঃপ্রাণ খোকন রায় চৌধুরী, বেদবাণী সংঘের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডঃ ভাস্কর দাস প্রমুখ।
বেদবাণী সংঘের সদস্য গৌতম কুমার পোদ্দারের সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন রামঠাকুর বাড়ি দোলমন্দির কমিটির সভাপতি পরেশ মালাকার, কোষাধ্যক্ষ গনেশ সাহা, সদস্য মানিক ঘোষ, রিপন সাহা, ডাঃ হিমাংশু দে, বেদবাণী সংঘের নিতাই দাস, শ্যাম সাহা, মানিক নন্দী, কাশীনাথ সাহা, সীমান্ত সাহা, তাপস পাল, শিবানী মজুমদার, লক্ষ্মণ সাহা, চিন্ময় সাহা, ঋত্বিক সাহা, সাগর পাল, সমীর ঘোষ প্রমুখ।
বক্তারা ঠাকুর রামচন্দ্র দেবের জীবন আদর্শ তুলে ধরে বলেন, ঠাকুরের সৎ চিন্তা ভাবনা থেকেই ভালো কিছু অর্জন করা সম্ভব। ঠাকুর বলেছেন, নাম কর, নাম থেকেই মুক্তি। নাম বিনে জীবের উদ্ধার নেই, তাই আমাদের সকলেরই উচিত নাম জপ করা, ঠাকুর চিন্তা করা। মানুষের কল্যাণকর কাজের মধ্যে দিয়েই ঠাকুরের সন্তুষ্টি লাভ করা সম্ভব।
অনুষ্ঠানে বেদবাণী পাঠ করেন অধ্যাপক সমীর ঘোষ আর ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করেন কালাচাঁন বণিক, মনোজ আচার্যী প্রমুখ।