প্রকাশ : ১৪ মে ২০২৩, ০০:০০
![দেশের মানুষ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়](/assets/news_photos/2023/05/14/image-32964.jpg)
কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন ও জেলা সম্মেলন উপলক্ষে চাঁদপুর জেলা গণফোরামের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৩ মে) দুপুরে শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা গণফোরামের সভাপতি ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর।
তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের মানুষ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। এই সরকারের আমলে বিগতদিনে নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন হয়নি। জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে নাই। এমনকি দিনের ভোটও আগের দিন রাতে হয়েছে।
তিনি আরও বলেন, জনগণের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে কোনো আশা ভরসা নেই বলে মনে করে তারা। তদুপরি দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস অবস্থা। বিভিন্ন সিন্ডিকেটের কারণে চাল, চিনি ও তেলের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অজুহাতে জিনিসপত্রের দাম বাড়ানো কোনোভাবেই কাম্য নয়। যে সমস্ত জিনিস এ দেশেই উৎপন্ন হয় সেই জিনিসের দাম যুদ্ধের দোহাই দিয়ে বাড়ানো উচিত নয়।
চাঁদপুর জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুলের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা গণফোরামের যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, শ্রমবিষয়ক সম্পাদক আলী আশরাফ গাজী, হাইমচর উপজেলার সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, সদস্য হাফেজ খান, মজিবুর রহমান মজিব, বাগাদী ইউনিয়ন সভাপতি সুফিয়ান, সদস্য মিজানুর রহমান, আঃ হাকিম, আঃ রাজ্জাক, বিষ্ণুপুর ইউনিয়নের সভাপতি মোঃ মহসীন, লক্ষ্মীপুর ইউনিয়ন গণফোরাম নেতা আলী আকবর ফরাজি, পৌর ১নং ওয়ার্ড গণফোরামের সভাপতি দুলাল শেখ, মোঃ নাছিম, ওয়ার্ডের সভাপতি বিল্লাল শেখ প্রমুখ।