শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ মে ২০২৩, ০০:০০

১৭ জুন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

আবারও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনের (ত্রি-বার্ষিক কাউন্সিল) তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ জুন জেলা আওয়ামী লীগের সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ হয়। কয়েক দফা তারিখ পরিবর্তন হওয়ার পর সর্বশেষ ১৭ জুন নতুন তারিখ নির্ধারণ করা হলো। বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে দেয়া হয়।

১০ মে তারিখে ইস্যু করা এই চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির নির্দেশক্রমে আগামী ১৭ জুন চাঁদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়। এমতাবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপরোক্ত নির্দেশনা অনুযায়ী চাঁদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সুসম্পন্ন করার প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণের সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হচ্ছে।

এই চিঠির অনুলিপি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুলউল আলম হানিফ এমপি এবং সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপিকেও দেয়া হয়।

এদিকে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন একাধিকবার পেছানোয় সম্মেলন নিয়ে নেতা-কর্মীদের মাঝে সংশয় রয়েছে। নতুন তারিখ নির্ধারণের পরও নেতা-কর্মীরা সম্মেলন হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাদের বক্তব্য হলো, জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি মেয়াদোত্তীর্ণ। মেয়াদোত্তীর্ণ দেশের সকল জেলা কমিটির সম্মেলন গত বছর হলেও চাঁদপুর জেলা ব্যতিক্রম। সম্মেলন করার মতো সকল প্রস্তুতি থাকার পরও অজানা কারণে আর সম্মেলন হয় নি। তাই তৃণমূলের নেতা-কর্মীরা বলছেন, কোনো অজুহাতে যেনো ১৭ জুন ঘোষিত সম্মেলন পেছানো বা স্থগিত না হয়। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে জেলা কমিটিকে ঢেলে সাজানো অতীব জরুরি হয়ে পড়েছে। বর্তমান কমিটি মেয়াদোত্তীর্ণ ছাড়াও কমিটির গুরুত্বপূর্ণ অনেকেই মারা গেছেন। সে পদগুলো শূন্য হয়ে আছে দীর্ঘদিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়