প্রকাশ : ১৩ মে ২০২৩, ০০:০০
![বিনা ভোটের সরকারকে খুব সহসাই এই দেশ থেকে বিতাড়িত করবো](/assets/news_photos/2023/05/13/image-32924.jpeg)
হাইমচর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মে শুক্রবার সকাল ১০টায় হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ শিশু নিকেতনের হলরুমে হাইমচর উপজেলা বিএনপির আয়োজনে এ যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক হারুন অর রশিদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি বলেন, নির্বাচন আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য এ সরকারের পতন। আওয়ামী সরকার দেশের সর্বত্র নৈরাজ্য সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে। দ্রব্যমূল্য বাড়িয়ে গরিব, দুঃখী, মেহনতী মানুষের দুঃখ দুর্দশা বেড়েছে। আমরা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করে তাঁর নেতৃত্ব খুব সহসাই এ বিনা ভোটের সরকারকে দেশ থেকে বিতাড়িত করবো।
তিনি বলেন, সরকার পতনের আন্দোলন করে বিনা ভোটের সরকারকে হটিয়ে দেশের মানুষকে সাথে নিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে। যখন আমাদের নেতৃবৃন্দ ডাক দিবে, যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে হবে। কোনো ভোটচোর যেন কেন্দ্রের আশপাশে আসতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমউল্যাহ সেলিম। আরো বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ইসহাক খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন আখন, আব্দুল কুদ্দুস মেহনতি, উপজেলা কৃষক দলের সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতওয়াল, উপজেলা প্রচার সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল হক বাবুল, মোঃ আক্তার হোসেন হাওলাদার, আলগী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন মাস্টার, দক্ষিণ আলগী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার মাঝি, নীলকমল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাসির মোল্লা, চরভৈরবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জিতু হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম মাঝি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম মিয়াজী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মিলাদ হোসেন মাঝি, হাইমচর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ সবুজ হোসেন, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আলাউদ্দিন আনসারী, উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম মিয়াজি প্রমুখ।
উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির অর্থ-সম্পাদক আব্দুর রশিদ খান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান আখন, ছাত্রদলের আহ্বায়ক মোঃ ফয়সাল আহম্মেদ আখন, হাইমচর ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ আহসান হাবীবসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ। যৌথসভা শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারীর জন্য দোয়া অনুষ্ঠিত হয়।